৮ জুন ফিলিস্তিনী কর্মকর্তা বলেছেন, ফিলিস্তিন জাতীয় ক্ষমতা সংস্থার চেয়ারম্যান মাহমুদ আব্বাস ৩১ জুলাই "কারাগার চুক্তি"সম্পর্কে গণভোট আয়োজন করবেন । একইদিন হামাসের পলিট ব্যুরোর নেতা খালেদ মাশাল বলেছেন, হামাস "কারাগার চুক্তির" ভিত্তিতে ফিলিস্তিনের অভ্যন্তরীণ সংলাপ অব্যাহতভাবে চালাবে ।
আব্বাসের কাছের কর্মকর্তাদের কথা থেকে জানা গেছে, এই সপ্তাহের শনিবারে আব্বাস আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্ত ঘোষণা করবেন ।
সর্বশেষ জরীপের একটি তথ্য প্রমাণ করেছে যে, গণভোট আয়োজন করলে, চার ভাগের তিন ভাগ ফিলিস্তিনী এই চুক্তি সমর্থন করবেন ।
অন্য খবর থেকে জানা গেছে, একইদিন মাশাল সিরিয়ার রাজধানী দামাস্কাসে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মালিমের সঙ্গে সাক্ষাত্কালে বলেছেন, "কারাগার চুক্তির"ভিত্তিতে আয়োজিত ফিলিস্তিনের অভ্যন্তরীণ সংলাপ "ফিলিস্তিনী জাতির ঐক্যে ফাটল ধরানোর অপচেষ্টা"বাধা দেবে । ফিলিস্তিনী জনগণের অধিকার নিশ্চিত করার জন্যে সিরিয়া বরাবরই যে প্রচেষ্টা চালিয়ে আসছে, তিনি তার প্রশংসা করেছেন ।
|