ফ্রান্সের জাতীয় সংসদের স্পীকার জীন লৌইস দেব্রে এবং সিনেটের স্পীকার খ্রীষ্টিয়ান পোনসেলেট ৮ জুন প্যারিসে আলাদা আলাদাভাবে সফররত চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পুলিট ব্যুরোর সদস্য, জাতীয় গণকংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির ভাইস চেয়ারম্যান ওয়াং চাওকুও'র সঙ্গে সাক্ষাত্ করেছেন । দু'পক্ষ দু'দেশের সম্পর্ক জোরদার করা এবং চীনের জাতীয় গণকংগ্রেস ও ফ্রান্সের সংসদের আদান-প্রদান নিয়ে মতবিনিময় করেছে ।
দুই স্পীকার বলেছেন, ফ্রান্সের বিভিন্ন মহল চীনের সঙ্গে নানা ক্ষেত্রের সহযোগিতা অব্যাহতভাবে জোরদার করতে ইচ্ছুক । ফ্রান্স একচীন নীতি অনুসরণ করবে ,ই.ইউ.তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং ই.ইউ.-চীন সম্পর্ককে সামনে এগিয়ে নিয়ে যাবে।
ওয়াং চাওকুও বলেছেন, চীন ফ্রান্সের সঙ্গে সম্পর্ককে উচ্চপর্যায়ের গুরুত্ব দেয় । ফ্রান্সের সঙ্গে মিলিত প্রচেষ্টা চালিয়ে দু'দেশের সম্পর্কের রাজনৈতিক ভিত্তি সুসংবদ্ধ করতে, অর্থ-বাণিজ্য ইত্যাদি ক্ষেত্রের সহযোগিতা সম্প্রসারণ ও গভীর করতে, দু'দেশের সংসদ , বিভিন্ন বিশেষ কমিটি আর বন্ধুত্বপূর্ণ গ্রুপের আদান-প্রদান ও সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক, যাতে অব্যাহতভাবেদু'দেশের সম্পর্কের নতুন অগ্রগতি অর্জন ত্বরান্বিত করা যায় । তিনি আশা করেন, চীন-ই.ইউ. সম্পর্কের গভীর উন্নয়নের জন্যে ফ্রান্স ই.ইউ.'র ভেতরে অব্যাহতভাবে তার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ।
|