চীনের উপপ্রধান মন্ত্রী হুই লিয়াং ইয়্যু ৮ জুন পেইচিংয়ে বলেছেন , প্রতিবন্ধীদের সুস্বাস্থ্য পুনরুদ্ধারের কাজ ব্যাপকভাবে ত্বরান্বিত করতে হবে , প্রতিবন্ধীদের চিকিত্সা ও সুস্বাস্থ্য পুনরুদ্ধারের পরিসেবা ব্যবস্থা গড়ে তুলতে হবে আর তা পূর্ণাংগ করে তুলতে হবে এবং গ্রামাঞ্চল আর আবাসিক এলাকার অধিবাসীদের সুস্বাস্থ্য পুনরুদ্ধারের কাজ জোরদার করতে হবে ।
হুই লিয়াং ইয়্যু চীনের প্রতিবন্ধী ব্রতের কাজকর্ম বিষয়ক তৃতীয় অধিবেশনে এ কথা বলেছেন ।
চীনের প্রতিবন্ধী ফেডারেশনের চেয়ারম্যান তেং ফু ফাং একই অধিবেশনে ঘোষণা করেছেন যে , পরবর্তী ৫ বছরে শহর আর উন্নত অঞ্চলের গ্রামাঞ্চলে সুস্বাস্থ্য পুনরুদ্ধারের চাহিদা আছে এমন সব প্রতিবন্ধীকে সুস্বাস্থ্য পুনরুদ্ধারের পরিসেবা দেয়া হবে । অনুন্নত অঞ্চলগুলোতে ৭০ শতাংশেরও বেশি প্রতিবন্ধী সুস্বাস্থ্য পুনরুদ্ধারের সুযোগ পাবে । ফলে ৮৩ লক্ষ প্রতিবন্ধীর সুস্বাস্থ্য পুনরুদ্ধার হবে ।
|