সুইজারল্যান্ডে আয়োজিত আন্তর্জাতিক লেবার সংস্থার ৯৫তম সম্মেলনে অংশগ্রহনকারী চীনের শ্রমিক ও সামাজিক ইনস্যুরেন্স বিভাগের পরিচালক থিয়েন ছেং ফিং ৭ জুন জেনিভায় বলেছেন, চীন সরকার অব্যাহতভাবে কর্মস্থান বাড়ানোকে একটি কৌশলগত স্থানে রাখবে এবং গঠনমূলক সংস্কারে চাকরি হারানো লোকের জন্য কর্মস্থান যুগিয়ে দেয়া ও বেকারত্বের হার ও মেয়াদ সমাজের সহনীয় মাত্রায় রাখার চেষ্টা চালাবে।
থিয়েন ছেং ফিং বলেছেন, সংস্কার ও উন্মুক্ত হওয়ার পর থেকে চীনে প্রাথমিকভাবে চীনা-বৈশিষ্ট্যময় শ্রমিক সম্পর্ক স্থাপিত হয়েছে। চীন কর্মস্থান যোগানো, দারিদ্র্য বিমোচন ইত্যাদি ক্ষেত্রে উল্লেখ্যযোগ্য সাফল্য অর্জিত হয়েছে এবং আন্তর্জাতিক সমাজের স্বীকৃতি পেয়েছে। কিন্তু এখনো চীন কর্মস্থানের সমস্যার সম্মুখীন হচ্ছে। চীনে শ্রমিকদের সংখ্যা বেশী, কিছু রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠানের সংস্কারের ফলে বহু শ্রমিক বেকার হয়েছে এবং বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী ও গ্রামাঞ্চলের অতিরিক্ত কর্মীর কর্মসংস্থানের অভাব রয়েছে।
|