চীনের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র লিউ চিয়েছাও ৮ জুন পেইচিংয়ে অনুষ্ঠিত নিয়মিত সাংবাদিক সম্মেলনে বলেছেন, শাংহাই সহযোগিতা সংস্থার সকল সদস্য দেশ শাংহাই শীর্ষ সম্মেলনে অংশ নবে।
লিউ চিয়েনছাও বলেছেন, মঙ্গোলিয়া, পাকিস্তান, ইরান এ তিন'টি দেশের প্রেসিডেন্ট ও ভারত সরকারের প্রতিনিধি, ভারতের তেল ও প্রাকৃতিক গ্যাস বিষয়ক মন্ত্রী দেওরা পর্যবেক্ষকহিসেবে, আফগানিস্তানের প্রেসিডেন্ট, কমনওয়েলথের সদস্যদেশগুলোর কার্যনির্বাহী কমিটির পরিচালক ভ্লাদিমির রোশাইলো, আসিয়ানের উপ-মহা সচিব ভিলফ্রিদো ভি. ভিল্লাকোর্টা চেয়ারম্যান দেশের অথিতি হিসেবে সম্মেলনে অংশ নেবেন।
সংবাদদাতাদের প্রশ্নের উত্তরে লিউ চিয়েনছাও বলেছেন, তখন চীনের প্রেসিডেন্ট হু চিনথাও সম্মেলনে যোগদানকারী বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাক্ষাত্ করবেন।
|