ইউরোপীয় কমিটির সদস্য দিক মার্তি৭ জুন প্যারিসে প্রকাশিত একটি সমীক্ষা রিপোর্টে বলেছেন, বৃটেনসহ ১৪টি ইউরোপীয় দেশ স্বদেশে সি আই এ'র অবৈধভাবে সন্দেহভাজন সন্ত্রাসীদের আটক করে রাখতে বা অন্যত্র পাঠাতে সাহায্য করেছে।
মার্তি রিপোর্টে বলেছেন, "১১ সেপ্টেম্বর"ঘটনার পর সি আই এ'র বিশেষ এজেন্টরা ইউরোপের বিভিন্ন দেশে সন্দেহজনক সন্ত্রাসীদের গ্রেফতার করে, আটক করে রাখেন বা অন্যত্র পাঠান। সুইডেন, বৃটেন, ইতালি প্রভৃতি দেশ সক্রিয়ভাবে এ ধরণের তত্পরতায় অংশ নেয়। স্পেন, আয়ারল্যান্ড, পর্তুগাল প্রভৃতি দেশও এ তত্পরতায় অংশ নেয়।
মার্তি বলেছেন, অনেক লক্ষণ প্রতিফলিত হয়েছে যে, কিছু ইউরোপীয় দেশে সি আই এ'র "জেলখানা" স্থাপন করা হয়।
খবরে প্রকাশ, ইউরোপীয় কমিটি ২৭ জুন রিপোর্ট নিয়ে আলোচনা করবে। রোমানিয়া, বৃটেন, স্পেন প্রভৃতি দেশ আনুষ্ঠানিকভাবে উল্লেখিত রিপোর্টের সংশ্লিষ্ট অভিযোগ অস্বীকার করেছে।
|