৭ জুন রাত ১১টা পর্যন্ত দক্ষিণ-পূর্ব চীনের ফু চিয়েন প্রদেশে ঝড়বৃষ্টি ও বন্যায় নিহতদের সংখ্যা ১৯ জনে দাঁড়িয়েছে এবং প্রত্যক্ষ অর্থনৈতিক ক্ষতি তিন বিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে ।
৪ জুন থেকে ফু চিয়েন প্রদেশের মধ্য ও উত্তর অঞ্চলে একটানা কয়েক দিন ধরে ঝড়বৃষ্টি হয়েছে , এতে ১৮ লক্ষ অধিবাসী বন্যাকবলিত হয়েছে ।
৭ জুন ফুচিয়েন প্রাদেশিক আবহাওয়া বিভাগ ঝড়বৃষ্টির পূর্বাভাসের সর্বোচ্চ সংকেত অর্থাত্ কালো রংয়ের ঝড়বৃষ্টিরপূর্বাভাস সংকেত দিয়েছে এবং বন্যা প্রতিরোধের ব্যবস্থা নিয়েছে । আবহাওয়া বিভাগ বলেছে , পরবর্তী কয়েক দিনে এই প্রদেশের কিছু অঞ্চলে আরো প্রবল ঝড়বৃষ্টি হবে । সেই সব অঞ্চলে প্রবল বন্যা দেখা দেয়ার সম্ভাবনা খুব বেশী ।
|