তিব্বত স্বায়ত্তশাসিতঅঞ্চলের পরিবেশ বিভাগ থেকে জানা গেছে , তিব্বতের পাঁচটি নদীর পরিবেশ দূষণ সমস্যা সমাধানের জন্য একাদশ পাঁচসালা পরিকল্পনা চলাকালে তিব্বত ৯.২৪বিলিয়ন ইউয়ান বরাদ্দ করবে।
তিব্বতের পাঁচটি নদী হলো ইয়ারু জানবু নদী , নিয়েনছু নদী , লাসা নদী , ইয়ালোং নদী ও নিইয়াং নদী । এই পাঁচটি নদীর অববাহিকা অঞ্চল হলো তিব্বতের অর্থনীতি ও সমাজ উন্নয়নের প্রধান অঞ্চল । এই সব অঞ্চলে খনি ও পানি সম্পদ আর আবাদী জমি বেশী বলে এই অঞ্চলে কৃষি , পশু পালন ও শিল্পের প্রসার দ্রুত । কিন্তু এই সব অঞ্চলে পরিবেশ দূষণ সমস্যা প্রকট । শহরাঞ্চলে পরিবেশ দূষণ ব্যবস্থা আর শিল্পপ্রতিষ্ঠানগুলের বিষাক্ত গ্যাস ও পানির প্রক্রিয়াকরণ ব্যবস্থা পশ্চাত্পদ বলে নাগরিকদের পানীয় জলের গুণমান ভালো নয় । দর্শনীয় স্থানগুলো পরিষ্কার- পরিছন্ন নয় , কয়লা ও কাঠ জ্বালানী হিসেবে ব্যবহার করা হয় বলে শহরের বায়ুর গুণমানও ভালো নয় ।
এই অবস্থার পরিপ্রেক্ষিতে তিব্বতের পরিবেশ সংরক্ষণ বিভাগ তদন্তের ভিত্তিতে তিব্বতের পাঁচটি নদীর অববাহিকা অঞ্চলে পরিবেশ দূষণ সমস্যা সমাধানের পরিকল্পনা প্রণয়ন করেছে ।
|