একজন পরিদর্শক এক স্কুল পরিদর্শন করতে এসে এক ছাত্রকে জিজ্ঞেস করলো:আচ্ছা, বলো তো চীনের প্রাচীরকে ভেঙ্গেছিল?
ছাত্র বল: স্যার আমি ভাঙ্গিনি । আমার মনে হয় জহির ভেঙ্গেছে । কারণ জহির যা দেখে তাই ভাঙ্গে ।
স্কুল পরিদর্শক রেগে স্যারকে বলল: এ সব কি হচ্ছে?
স্যার: স্যার আমার মনে হয় ওরা ভাঙ্গেনি । ওরা খুব ভালো ছাত্র ।
---বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার সকাল আহমেদ শাহীন ।
|