৭ জুন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতিনিধি দলের প্রধান ইথিওপিয়ার রাজধানীতে বলেছেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এবং আফ্রিকান ইউনিয়ন দারফুরের শান্তি রক্ষী কর্তব্যের হস্তান্তর নিয়ে একমত হয়েছে ।
জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রতিনিধি দলের প্রধান , জাতিসংঘে ব্রিটেনের স্থায়ী প্রতিনিধি জন্স পারি বলেছেন, নিরাপত্তা পরিষদের প্রতিনিধি দল আফ্রিকান ইউনিয়ন শান্তি ও নিরাপত্তা পরিষদের মধ্যে একমত হয়েছে যে, ২০০৭ সালের জানুয়ারী মাসে দারফুর অঞ্চলের শান্তি রক্ষী কর্তব্য জাতিসংঘের কাছে হস্তান্তর করা হবে ।
তিনি বলেছেন, বৈঠকে দু'পক্ষ একমত হয়েছে যে, দারফুর অঞ্চলে জাতিসংঘের শান্তি রক্ষী তত্পরতার জন্য সুদান সরকারের অনুমোদন পাওয়া প্রয়োজন। দারফুর অঞ্চলের শান্তি চুক্তিতে সেই অঞ্চলের সরকার বিরোধী সশস্ত্র দল এখনও স্বাক্ষর করে নি বলে তিনি সেই দলের প্রতি যত তাড়াতাড়ি সম্ভব শান্তি চুক্তি স্বাক্ষর করার তাগিদ দিয়েছেন ।
আফ্রিকান ইউনিয়ন শান্তি ও নিরাপত্তা পরিষদের বিশেষ কর্মকর্তা সাইদ জিনাট বলেছেন, জাতিসংঘের কাছে শান্তি রক্ষার কর্তব্য হস্তান্তর করার আগে, সুদানে পাঠানো আফ্রিকান ইউনিয়নের বিশেষ মিশনের সদস্যসংখ্যা ১০ হাজার পর্যন্ত বাড়িয়ে দেয়া হবে ।
|