মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র সিন ম্যাকোর্মাক ৭ জুন বলেছেন, ইরানের সঙ্গে পারমাণবিক আলোচনা করার শর্ত হিসেবে ইরানের উচিত ভবিষ্যতের আলোচনার প্রক্রিয়ায় ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তত্পরতা বন্ধ করা।
তিনি একইদিনে রয়টার্সকে সাক্ষাত্কার দেয়ার সময়ে বলেছেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তত্পরতা বন্ধ করা হচ্ছে ইরানের সঙ্গে পারমাণবিক সমস্যায় আলোচনার পূর্ব শর্ত। পরবর্তীকালে যে কোনো আলোচনার প্রক্রিয়ায় ইরানকে এই শর্ত অনুসরণ করতে হবে।
মার্কিন সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ব্রিটেন, ফ্রান্স, জার্মানী ইরানের কাছে প্যাকেজ প্রস্তাব পেশ করেছে। প্রস্তাবের একটি গুরুত্বপূর্ণ বিষয়বস্তু এই যে, ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ তত্পরতা বন্ধ করলে তারা ইরানের কাছে বেসামরিক পারমাণবিক পরিকল্পনার উন্নয়ন সমর্থন করবে এবং লাইট ওয়াটার রি-এক্টর নির্মাণের সাহায্য দেবে।
|