v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-06-08 10:13:16    
৯ জুন

cri

** চীন-ফিলিপাইন কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত

    ফিলিপাইনের পুরো নাম ফিলিপাইন প্রজাতন্ত্র। দেশটি এশিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত। এর আয়তন ২৯৯৭০০ বর্গকিলোমিটার। জনসংখ্যা প্রায় ৮ কোটি ৪০ লক্ষ (২০০৪ সাল), এর মধ্যে ৮৫ শতাংশ হচ্ছেন মালয় জাতি। ফিলিপাইনে সত্তরাধিক ভাষা আছে,কিন্তু তার সরকারী ভাষা হচ্ছে ইংরেজী এবং ফিলিপিনো। শতকরা ৯৩ ভাগ অধিবাসী রোমান ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্ট । রাজধানীর নাম ম্যানিলা ।

    ফিলিপাইন ৭১০৭টি দ্বীপ নিয়ে গঠিত, এর ভূভাগের তিন চতুর্থাংশ হচ্ছে পাহাড়াঞ্চল, সেখানে দশাধিক জীবন্ত আগ্নেয়গিরি আছে। তার প্রধান খনিজ সম্পদ হচ্ছে তামা, সোনা, রুপা , লোহা, ক্রৌমিয়াম, নিকেল, পেট্রোলিয়াম ইত্যাদি। বন সম্পদ প্রচুর । এই দেশের নারিকেল উত্পাদন এবং রপ্তানির পরিমাণ পৃথিবীর শীর্ষ স্থানে রয়েছে। ফিলিপাইন হচ্ছে বিশ্ব বাজারে ম্যানিলা শণের প্রধান সরবরাহক দেশ । তার প্রধান কৃষিজাত পণ্যের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে ধান, ভূট্টা, নারিকেল, আখ, পাট, তামাক ইত্যাদি। ফিলিপাইনের মত্স শিল্প খুব সমৃদ্ধ । প্রধান শিল্প হচ্ছে উত্পাদন শিল্প , খনি শিল্প, জ্বালানি এবং শক্তি শিল্প। প্রধান রপ্তানি পণ্য হচ্ছে নারিকেলজাত দ্রব্য , চিনি, খনিজ পণ্য , কাঠ ইত্যাদি। প্রধান আমদানি পণ্যের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে পেট্রোলিয়াম, সাজসরঞ্জাম , রাসায়নিক দ্রব্য, বিশেষ ধাতব উপকরণ , সুতা, রাসায়নিক ফাইবার ইত্যাদি।

    ১৯৪৬ সালের ৪ জুলাই ফিলিপাইন প্রজাতন্ত্র স্বাধীনতা ঘোষণা করে। ফিলিপাইন স্বাধীন পররাষ্ট্রনীতি অনুসরণ করে , ভারসাম্য, সমতা, পারস্পরিক উপকারিতা এবং পরিষ্পরিক সম্মানের ভিত্তিতে সকল দেশের সঙ্গে রাজনৈতিক , অর্থনৈতিক সম্পর্ক বিকশিত করে। ফিলিপাইন ১৯৭৫ সালের ৯ জুন চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা করে।

** ২৪টি দেশের মন্ত্রীদের মুদ্রাস্ফীতি রোধের আহ্বান

    ২৪টি দেশের মন্ত্রীরা ৯ জুন জরুরী বিশ্বব্যাপী ব্যবস্থা নিয়ে মুদ্রাস্ফীতি মোকাবেলা করার তাহবান জানান।

    অর্থনৈতিক সহযোগিতা এবং উন্নয়ন সংস্থার তিনদিন ব্যাপী সম্মেলন শেষ হবার পর প্রকাশিত যৌথ প্রস্তাবে এই আহ্বান জানানো হয় । এই সম্মেলনে পশ্চিম ইউরোপীয় শিল্পসমৃদ্ধ অ-কমিউনিস্ট দেশ, যুক্তরাষ্ট্র, কানাডা, জাপান, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড অন্তর্ভূক্ত হয়।

যৌথ প্রস্তাবে আরো বলা হয়, মন্ত্রীরা " মুদ্রাস্ফীতির প্রভাব সম্বন্ধে চিন্তিত , এবং তা প্রতিরোধ করার জন্যে ঐক্যমত খুবই দরকার" ।

** জেনিভায় আন্তর্জাতিক উদ্ভাবনী প্রদর্শনীতে চীনের ৪৭টি পুরস্কার অর্জন

    ১৯৮৭ সালের ৯ জুন জেনেভায় ১৫ তম আন্তর্জাতিক উদ্ভাবন ও নতুন প্রযুক্তি প্রদর্শনী পুরস্কার বিতরনী অনুষ্ঠানে চীনের প্রদর্শনী দল মোট ৪৭টি পুরস্কার পেয়েছে। এর মধ্যে বিশেষ পুরস্কার ২টি, স্বর্ণ পুরস্কার ১৩টি। সেবারকার প্রদর্শনী ২ এপ্রিল উদ্বোধন হয়।

** হে লুংয়ের মৃত্যু

    ১৮৯৬ সালের ২২ মার্চ চীনের হুনান প্রদেশের সাংচি জেলায় একটি কৃষক পরিবারে হো লুংয়ের জন্ম হয়। ১৯২৪ সালে তিনি জুং হুয়া বিপ্লবী পার্টিতে যোগদান করেন।

    ১৯৬৯ সালের ৯ জুন হো লুং মারা যান। জীবদ্দশায় তিনি চীনের বিপ্লবে অনেক অবদান রাখেন ,তাঁর কথা চিরদিন চীনাদের মনে থাকবে।