চীনের মহাগণভবনের নকশা কে করেন এবং এর আয়তন কত?
প্রশ্নকর্তাঃবাংলাদেশের ঢাকার ওয়ার্ল্ড রেডিও ডি-এক্স লিসনার্স ক্লাবের তাছলিমা আক্তার লিমা
উঃ চীনের মহা গণভবনের নকশাকার হচ্ছেন অধ্যাপক চাং বো।
মহা গণভবন ১৯৫৯ সালে প্রতিষ্ঠিত । এর মোট মেঝের আয়তন এক লক্ষ সত্তর হাজার বর্গমিটারেরও বেশি। এটা দেখতে অত্যন্ত সুন্দর ও মহিমাময়। হলুদ ও সবুজের পালাবদলের টালি ছাওয়া ছাদ, সুউচ্চ ও সুবিরাট বারান্দার থাম এবং চারদিকের স্পষ্ট গ্র্যাডেশনের স্থাপত্যকর্মগুলো নিয়ে থিয়েন আন মেন মহাচত্বরের একটি সামগ্রিক মহত্ ও সুন্দর চিত্র গড়ে উঠেছে।
চীনে বনভূমির পরিমান কত? এবং মোট আয়তনের কতভাগ বনভূমি রয়েছে।
প্রশ্নকর্তাঃবাংলাদেশের হবিগঞ্জ জেলার ইয়ং ব্রাদার্স রেডিও লিসনার্স ক্লাবের নির্বাহী সম্পাদক কাজী মোঃ বোরহান উদ্দিন
উঃ চীনের বনভূমির আয়তন ১৩ কোটি ৪০ লক্ষ হেকটর, বিশ্বে পঞ্চম স্থানে আছে এবং সারা বিশ্বের বনভূমির আয়তনের ৩.৯ শতাংশ। চীনের বনাঞ্চলের হার ১৪ শতাংশ।
চীন কবে থেকে মহাকাশ গবেষণার কাজ শুরু করে? এ পর্যন্ত চীনের কতজন বিজ্ঞানী মহাকাশ ভ্রমণ করেছেন?
প্রশ্নকর্তাঃবাংলাদেশের ঝিনাইদহ জেলার মহিলা কলেজ পাড়ার ভ্রাতৃত্ব রেডিও লিসেনার্স ক্লাবের সভাপতি মোঃ সাজ্জাদ হোসেন রিজু
উঃ চীনের কিছু নামকরা বিজ্ঞানী চীনের উপগ্রহ প্রকল্প গবেষণার কাজ চালু করার প্রস্তাব করার পর, কিছু বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট বৈজ্ঞানিক তত্পরতা শুরু করে। চীনের বিজ্ঞান একাডেমীর ছিয়ান সুয়েই সেন, চাও জিউ চাং প্রমুখ বিজ্ঞানী কৃত্রিম উপগ্রহ উন্নয়নের পরিকল্পনা খসড়া করেছেন। এবং তিনটি নকশা একাডেমী প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছেন। ১৯৫৭ সালের আগস্ট মাসে, প্রথম নকশা একাডেমী প্রতিষ্ঠিত হয়, এবং একই বছরের নভেম্বর মাসে সাংহাইয়ে স্থানন্তরিত হয়। তখন থেকে প্রথম নকশা একাডেমীর নাম চীনের বিজ্ঞান একাডেমীর নাম সাংহাই যন্ত্রপাতি ও বৈদ্যুতিক সামগ্রি বিষয়ক নকশা একাডেমীতে পরিবর্তিত হয়েছে।
১৯৫৮ সালের এপ্রিল মাসে, চীন প্রথম পরিবাহক রকেট উত্ক্ষেপন ঘাঁটি নির্মাণ শুরু করে।
২০০৩ সালের ১৫ অক্টোবর সকাল ৯'টা, শেনচৌ-৫ মানুষবাহী মহাকাশযান সাফল্যের সঙ্গে উত্ক্ষেপিত হয়। এবং চীনের প্রথম নভোচারী মহাকাশে পাঠানো হয়। ফলে চীন বিশ্বের তৃতীয় এবং স্বাধীনভাবে মানুষবাহী নভোযান পাঠানোর প্রযুক্তি অধিকারী দেশে পরিণত হয়।
২০০৫ সালের ১২ অক্টোবর সকালে শেনচৌ-৬ দু'জন নভোচারীবাহী মহাকাশযান সাফল্যের সঙ্গে উত্ক্ষেপিত হয়। চীনে এই পর্যন্ত মোট ৩ জন নভোচারী মহাকাশে ভ্রমণ করেছেন।
চীনে মোট কতটি চিড়িয়াখানা আছে? এবং চীনের সবচেয়ে বড় চিড়িয়াখানার নাম কি?
প্রশ্নকর্তাঃ বাংলাদেশের পাবনা জেলার রেডিও ফেয়ার লিসনার্স ক্লাবের সভাপতি মোঃ মাসুদ রানা
উঃ চীনের চিড়িয়াখানার সংখ্যা ১৭৫র বেশি এতে ৬'শরও বেশী জাতির এক লক্ষের বেশী পশুপাখি আছে। প্রতি বছর প্রায় এগারো কোটি পর্যটক চীনের সকল চিড়িয়াখানায় ভ্রমণ করেন এবং পর্যটকদের সংখ্যা বিশ্বের প্রথম স্থানে আছে। চীনের সবচেয়ে বড় চিড়িয়াখানা হচ্ছেঃ হার্বিনের উত্তর বন্য চিড়িয়াখানা। এর আয়তন ৮৪৮ হেকটর।
|