|
|
(GMT+08:00)
2006-06-07 19:58:00
|
চীনের রাষ্ট্রীয় পরিষদে নীতিগতভাবে একচেঁটিয়া-বিরোধী খসড়া প্রস্তাব গৃহীত
cri
৭ জুন চীনের প্রধান মন্ত্রী ওয়েন চিয়া পাও রাষ্ট্রীয় পরিষদের স্ট্যান্ডিং কমিটির অধিবেশনের সভাপতিত্ব করেছেন। অধিবেশনে নীতিগতভাবে ' চীন গণ প্রজাতন্ত্রের একচেঁটিয়া-বিরোধী খসড়া প্রস্তাব ' অনুমোদিত হয়েছে। অধিবেশনে মনে করা হয়েছে, একচেঁটিয়া-বিরোধী খসড়া আইন হচ্ছে বাজারেরে প্রতিদ্বন্দ্বিতা সংরক্ষন করা, একচেঁটিয়া তত্পরতা প্রতিরোধ আর বন্ধ করা। বতর্মানে চীনের সংশ্লিষ্ট আইন এবং প্রশাসনিক আইনে একচেঁটিয়া-বিরোধী সংক্রান্ত বিধি চীনের বাজার অর্থনীতি উন্নয়ন আর আন্তর্জাতিক প্রতিদ্বন্দ্বিতায় যোগ দেওয়ার চাহিদার সঙ্গে খাপ খাচ্ছে না। সুতরাং সুবিন্যাস্ত আর সার্বিক একচেঁটিয়া-বিরোধী আইন প্রণয়ন করা প্রয়োজন।
|
|
|