৭ জুন নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে' সংযুক্ত বিপ্লবী কমিটি ' নামক এক অবৈধ সশস্ত্র সংগঠন স্বীকার করেছে যে এই সংস্থা সেদিন ভোরবেলায় পাঁচজন দক্ষিণ কোরীয় নাগরিককে অপহরণ করেছে ।
এই সংগঠনের একটি বিবৃতিতে বলা হয়েছে , এই সংগঠন ৭জুন ভোরবেলায় এই অঞ্চলেব্রিটেনের এক তেল কোম্পানির তেল খনন সরঞ্জামের উপর হামলা চালিয়েছে এবং নাইজেরিয়ার নৌবাহিনীর সঙ্গে তীব্র গুলিবিনিময় করেছে । গুলিবিনিময়ের পর এই সংস্থা পনবন্দী হিসেবে পাঁচজন দক্ষিণ কোরীয় নাগরিক ও একজন স্থানীয় অধিবাসীকে অপহরণ করেছে । বিবৃতিতে সংঘর্ষে হতাহতের কথা উল্লেখ করা হয় নি ।
এই সশস্ত্র সংগঠনের একজন মুখপাত্র বলেছেন , ৬ জুন স্থানীয় আদালত যে এই সংগঠনের একজন নেতাকে জামিন দিতে অস্বীকার করেছে , তার প্রতিশোধের জন্য সংগঠনটি এই হামলা চালিয়েছে ।
|