লেবাননে মোতায়েন জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর সেনানায়ক পেরেগ্রিনি ৬ জুন প্রথম বারের মতো চীনের শান্তি- রক্ষী ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়ন পরিদর্শন করেছেন এবং তার উচ্চ মূল্যায়ন করেছেন ।
তিনি একই দিন চীনের শান্তি- রক্ষী ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের অফিস ভবন ও আবাসিক এলাকায় পরিদর্শন করার পর এই মত প্রকাশ করেছেন যে , চীনের ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়ন লেবাননে জাতিসংঘের শান্তি- রক্ষী বাহিনীর একটি খুব গুরুত্বপূর্ণ অংশ । চীনের শান্তি রক্ষী ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়ন সর্বাধুনিক সরঞ্জামে সুসজ্জিত , সৈন্যরা সুপ্রশিক্ষিত , তারা উত্সাহব্যঞ্জক আর পরিশ্রমী ।
চীনের শান্তি-রক্ষী ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়ন ১৮২জন সৈন্য নিয়ে গঠিত । তারা হচ্ছেন মধ্য- প্রাচ্যে জাতিসংঘের শান্তি রক্ষী কর্তব্য পালনকারী চীনের প্রথম সৈন্যদল ।
|