সাম্প্রতিক বছরগুলোতে চীনের বিখ্যাত লেখক ফোং চি ছাই লোক- সংস্কৃতি সংরক্ষণে জোর প্রচেষ্টা চালাচ্ছেন । সম্প্রতি তিনি বলেছেন , চীনা জাতির প্রায় সব অবস্তুগত সাংস্কৃতিক উত্তরাধিকার পল্লী অঞ্চলে আছে , কাজেই পল্লী অঞ্চলের সাংস্কৃতিক উত্তরাধিকার সংরক্ষণ এক জরুরী ব্যাপার ।
ফোং চি ছাই বলেছেন , চীনের বিস্তীর্ণ পল্লী অঞ্চলে অনেক বৈশিষ্টময় সাংস্কৃতিক উত্তরাধিকার আছে । সাম্প্রতিক বছরগুলোতে পল্লী অঞ্চলে পুরাকীর্তিগুলোরঅতিরিক্ত উদ্ধার , সাংস্কৃতিক উত্তরাধিকার সংরক্ষণ ব্যবস্থার অভাব আর পুরাকীর্তির অবৈধ কেনাবেচার দরুণ গ্রামাঞ্চলের সাংস্কৃতিক সম্পদ ক্রমেই হ্রাসপাচ্ছে ।
ফোং চি ছাই মনে করেন , পল্লী অঞ্চলের মূল্যবান সাংস্কৃতিক উত্তরাধিকার রক্ষার জন্য সর্বপ্রথমে পল্লী অঞ্চলের সাংস্কৃতিক উত্তরাধিকার সম্পর্কে সার্বিকভাবে তদন্ত করা উচিত এবং পুরাকীর্তি সংরক্ষণের বাস্তব ব্যবস্থা নিতে হবে । তা ছাড়া চীনের অবস্তুগত সাংস্কৃতিক উত্তরাধিকার সংরক্ষণ আইন প্রণয়ন করতে হবে এবং পুরাকীর্তি রক্ষাকারীদের অবস্থা তদন্ত করতে হবে , যাতে গুরুত্বপূর্ণ অবস্তুগত সাংস্কৃতিক উত্তরাধিকার বংশপরম্পরায় সংরক্ষিত হয় ।
|