v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-06-07 16:58:52    
ওয়াং রোং

cri
    আজকের সুরের ভুবন অনুষ্ঠানে আমি আপনাদের সঙ্গে চীনের একজন বিখ্যাত ও বৈশিষ্ট্যসম্পন্ন গায়িকা ওয়াং রোংকে পরিচয় করিয়ে দেবো । তিনি একাধারে রচয়িতা,সুরকার এবং গায়িকা , তার গান ব্যাপক দর্শক শ্রোতার কাছে সমাদৃত ।

    হুয়াং রোং হলেন চীনের বিখ্যাত কুংফু ভিত্তিক উপন্যাস " প্রাচীনকালের কুংফু বীরদের জীবনীর " একজন চরিত্র । তাঁর অনুরাগীরা এই গানের মাধ্যমে ওয়াংরোংকে জানতে পেরেছেন । গানের সুরে হিপ-পোপের ছন্দ রয়েছে বলে খুব ফ্যাশন সম্মত । ছন্দ সরল বলে সহজে গাওয়া যায় । বিশেষ করে গানের কথা " আমি হুয়াংরোং নই, আমি কুংফু জানি না, আমি শুধু প্রিয় ভাই চিং'র চমত্কার প্রেম চাই" । এই কথায় বিশেষত্ব ও নতুনত্ব আছে । অন্যদের জন্য হাস্য আনার পদ্ধতি তরণ-তরণীদের স্বার্থের সংখ খাপ খায় । ওয়াং রোংয়ের নিজস্ব গায়কীতেপ্রাণচাঞ্চল্য ও নতুনত্ব প্রকাশ পায় ।

    ওয়াং রোং পূর্ব চীনের উপকূলীয় শহর ছিংতাও-এ জন্মগ্রহণ করেন । ৮ বছর বয়সে তিনি বেহালা শিখতে শুরু করেন এবং সংগীতের ক্ষেত্রে তাঁর প্রতিভা প্রকাশিত হয় । সুর ও ছন্দ সম্বন্ধে তিনি অত্যন্ত সচেতন। কোনো গান একবার শুনেষ্ট তিনি গাইতে পারেন । ১২ বছর বয়সে ওয়াংরোং পিয়ানো শিখতে শুরু করেন । ১৫ বছর বয়সে তিনি প্রথমবারের মত ইংরেজী গান শুনতে পান । তখন থেকে তিনি ইংরেজী পোপ সংগীত পছন্দ করেন এবং প্রচেষ্টা চালিয়ে নানা ধরনের ইংরেজী গান সংগ্রহ করেন । পরে তিনি পেইচিং সম্প্রচার ইনস্টিটিউটে লেখাপড়া করেন ।

    বিশ্ববিদ্যালয়ের প্রগাঢ় সাংস্কৃতিক পরিবেশে ও স্বাধীন বাতাসে সংগীতের ক্ষেত্রে তার দক্ষতা ও ধারণা আরো উন্নত হয় । তিনি প্রচেষ্টা চালিয়ে গিটার বাজানো আর গানের রচনা শিখতে শুরু করেন এবং স্থির করেন যে, তিনি তাঁর জীবনের সবচেয়ে পছন্দের বিষয় --সংগীত বেছে নেবেন । বিশ্ববিদ্যালয়ে লেখাপড়ার সময়ে তিনি নিজের জন্যে আর অন্য গায়কদের জন্যে গান রচনা করেন । স্নাতক হওয়ার সময়ে তাঁর রচিত গান "মেঘ জানে না বৃষ্টি জানে" চীনের শ্রেষ্ঠ গানের তালিকায়" শিরোপা লাভ করে ।

    " মেঘ জানে না ,বৃষ্টি জানে"নামের গান হল ওয়াংরোং'র প্রথম সংগীত সংকলনের প্রধান গান এবং তাঁর সর্বপ্রথম রচিত গান । এই গানে তিনি অনেক ইলেক্ট্রনিক উপাদান ব্যবহার করে হিপ-পোপের ছন্দ আর লোকগীতির সুর মিশিয়ে দেন । তার বৈশিষ্ট্য লক্ষ্যনীয় । গানের কথা এমনি : " আমি তোমাকে কত মিস করি, মেঘ জানে না ,বৃষ্টি জানে । আমি তোমাকে কত ভালবাসি , তুমি জানো না আমি জানি । সুখ মেঘের মত এত দূরে থাকে, তার নাগাল পাওয়া মুশ্কিল। তোমার মন সবসময় ভেসে যাচ্ছে , আমি তোমার মনের নদী নই।

    সাফল্যের সঙ্গে প্রথম সংগীত সংকলন প্রকাশিত হওয়ার পর ২০০৩ সালে তিনি তাঁর দ্বিতীয় সংগীত সংকলন "খুব ভাবনা করি" প্রকাশ করেন । তিনি গোটা সংকলনের দশটি গান রচনা করেন । এই সংকলনে পোপ, রোক,নাচ গান, পল্লীগীতি, লোকগীতি আর বিশ্ব সংগীতসহ নানা রীতির গান রয়েছে । তাকুও সংস্কৃতি গোষ্ঠী এই সংকলনের মাধ্যমে ওয়াং রোং'র সংগীতের সার্বিক প্রতিভা প্রকাশ করতে চেয়েছে। এখন আপনারা এই সংগীত সংকলনের প্রধান গান "পূর্ণাঙ্গ" শুনবেন । গানের সুরে লোকগীতির আমেজ রয়েছে , সহজ এবং পরিষ্কার । গানে ওয়াং রোং'র মিষ্টি ও সাবলীল সুর চমত্কারভাবে প্রকাশ পেয়েছে ।

    "মাঝে মাঝে ভালবাসা চুনা-পাথর ছবির মতো,বৃষ্টি ও বাতাসের মধ্যে নষ্ট হয় । বোধ হয় সুখ পাওয়া যায়, পরিত্যাগ বোঝা সবচেয়ে দুর্লভ। ওয়াং রোং'র রচিত গানের কথা খুব সহজ ও উদার । বর্তমানে শহরের তরণ -তরণীদের প্রেমের মনোভাব একই। তারা সাহসের সঙ্গে ভালবাসা অন্বেষণ করে এবং সাহসের সঙ্গে পরিত্যাগ করে ।

    ২০০৫ সালে ওয়াং রোং তাঁর সর্বশেষ সংগীত সংকলন " কত ভালবাসি " প্রকাশ করেন । সংকলনে দশটি গান অন্তর্ভূক্ত হয়েছে । আগের মত সমস্ত গানের রচয়িতা ও সুরকার তিনিই । তাঁর নতুন সংকলনে সংগীতের ক্ষেত্র আরো বিস্তীর্ণ হয় । এই সংকলনের প্রধান গান "বাহ" চীনের শ্রেষ্ঠ গানের তালিকায় দুই সপ্তাহ ধরে শীর্ষ স্থানে বজায় ছিল । হংকং বেতারে এই গান প্রচারিত হওয়ার পর আন্তরিক সাড়া পাওয়া গেছে । হংকং'র বিখ্যাত সংগীতকার থান ইয়ুংলিনও এই গানের ভূয়সী প্রশংসা করেন ।

    "বাহ" হচ্ছে ওয়াংরোংয়ের মুখের কথা । ভালো ব্যাপার হোক, খারাপ ব্যাপার হোক, তিনি সবসময় "বাহ" বলে থাকেন । তাই তিনি এই শব্দ দিয়ে একটি গান রচনা করেন ।

    প্রাণচঞ্চল,হালকা দ্রুত,নাচ সংগীত রীতির দ্রুত গান শুনে লোকেরা নাচ করতে চান । সরল ও দ্রুত গানের কথায় গোপনে মেয়েদের প্রেমের অনুভূতি বর্ণনা করা হয় । "আহ, আমার মন তোমাকে ভালবাসে, তবুও তোমার প্রতিক্রিয়া পাই নি, কষ্ট ,কষ্ট,কষ্ট । নিজকে ভয় দেখিয়েছি, বাহ !"

    এই সংগীত সংকলন প্রকাশের পর চমত্কার বিক্রি হয়ে গেছে । সংকলনের নতুন গান শীঘ্রই শ্রেষ্ঠগানের তালিকায় অন্তর্ভুক্ত হয় । ওয়াংরোং'র বিশেষ গাওয়ার পদ্ধতি আরো বেশী লোকদের মধ্যে সমাদর পায় ।