v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-06-07 12:30:09    
"চীনের মূল্যবান দ্বীপ তাইওয়ান"নামক জ্ঞানযাচাই প্রতিযোগিতার উত্তর

cri

১। তাইওয়ান দ্বীপ চীনের মূলভূভাগের কোন দিকে অবস্থিত? তাইওয়ান দ্বীপ আর মূলভূভাগের মধ্যে একটি প্রণালী আছে, প্রণালীর দু'পারের সবচেয়ে নিকটবর্তী স্থানের দূরত্ব কত কিলোমিটার?

উঃ তাইওয়ান দ্বীপ চীনের মূলভূভাগের দক্ষিণ-পূর্বাঞ্চলের সাগরে অবস্থিত, দু'পারের মধ্যে সবচেয়ে নিকটবর্তী স্থানের দূরত্ব মাত্র ১৩০ কিলোমিটার।

২। ১৯৪৩ সালে চীন, যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন একটি যৌথ ঘোষণা স্বাক্ষর করেছে। এতে আইনগতভাবে তাইওয়ান দ্বীপকে চীনের ভূভাগের একটি অংশ হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে। এই ঘোষণার নাম কি?

উঃ কায়রো ঘোষণা।

৩। চীন সরকারের তাইওয়ান সমস্যা সমাধানের মৌলিক নীতি কি?

উঃ শান্তিপূর্ণ একইকরণ ও এক দেশ দুই সমাজ ব্যবস্থা।

৪। ২০০৫ সালের মার্চ মাসে চীনের সর্বোচ্চ জাতীয় ক্ষমতা সংস্থা এক গুরুত্বপূর্ণ আইন প্রণয়ন করেছে, এতে চীন সরকার তাইওয়ান সমস্যা সমাধানের মৌলিক নীতি এবং বিভক্তির বিরোধিতার দৃঢ়প্রতিজ্ঞ এবং তা আইনের মাধ্যমে স্থির করা হয়েছে। এই আইনের নাম কি?

উঃ দেশের বিভক্তি বিরোধী আইন।

৫। বর্তমানে চীনের বৃহত্তম দ্বীপ তাইওয়ানের প্রধান রপ্তানী বাজার এবং বাণিজ্যিক উদ্বৃত্তের প্রধান উত্সস্থল কোথায়?

উঃ চীনের মূলভূভাগ।

৬। চীনের মূলভূখন্ড আর তাইওয়ানের মধ্যে প্রত্যক্ষ বাণিজ্যিক আদান-প্রদান , ডাক যোগাযোগ আর বিমান চলাচলের ব্যবস্থা চালু করার আহ্বান প্রণালীর দু'পারের কোন পক্ষ উত্থাপন করেছে? আজ পর্যন্ত এই ব্যবস্থা চালু না হবার কারণ কি?

উঃ ব্যবস্থাটি চীনের মূলভূভাগ উত্থাপন করেছে। কিন্তু তাইওয়ান কর্তৃপক্ষ বরাবরই রাজি হয় নি।

৭। চীনের মূলভূখন্ড আর তাইওয়ানের অভিন্ন ঐতিহ্যিক উত্সবের নাম কি কি?

উঃ বসন্ত উত্সব, লন্ঠন উত্সব, কবর-পরিষ্কার উত্সব, ড্রাগণ নৌকা উত্সব, মধ্যশরত্ উত্সব ইত্যাদি।

৮। তাইওয়ানবাসীদের মধ্যে কত শংতাশ লোকের পূর্বপুরুষের বাড়ি মূলভূখন্ডে ?

উঃ ৯৮ শতাংশ।