পর্তুগালের প্রধানমন্ত্রী জোস সোক্রাটেস ৬ জুন রাজধানী লিসবনে সফররত চীনের কমিউনিষ্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পুলিট ব্যুরোর সদস্য, চীনের জাতীয় গণ কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির ভাইস চেয়ারম্যান ওয়াং জাও কুওয়ের সঙ্গে সাক্ষাত্ করেছেন। দু'পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক আরো উন্নত করার জন্য মত বিনিময় করেছে।
সোক্রাটেস বলেছেন, পর্তুগালের সরকার চীনের সঙ্গে তার সম্পর্কের ওপর খুবই গুরুত্ব দেয়। পর্তুগাল একচীননীতি অব্যাহতভাবে সমর্থন করতে থাকবে, যাতে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন অব্যাহতভাবে ত্বরান্বিত করা যায়। পর্তুগাল চীনের সঙ্গে দু'দেশের সার্বিকভাবে রণনৈতিক অংশীদারিত্বের সম্পর্ক স্থাপন সংক্রান্ত যৌথ বিবৃতি কার্যকরী করতে ইচ্ছুক, ফলে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো উচ্চ পর্যায়ে উন্নীত করবে।
ওয়াং জাও কুও বলেছেন, পর্তুগালের সরকার যে দৃঢ়-অবিচলভাবে একচীননীতি অনুসরণ করছে এবং সক্রিয়ভাবে চীন-ই'ইউ সম্পর্কের উন্নয়ন ত্বরান্বিত করছে, চীন পক্ষ তার প্রশংসা করে। দু'দেশ সার্বিকভাবে রণনৈতিক অংশীদারিত্বের সম্পর্ক গড়ে তোলার পর রাজনৈতিক পারস্পরিক আস্থা অব্যাহতভাবে গভীর হচ্ছে।
|