চীন -ইউরোপীয় ইউনিয়নের দ্বিতীয় দফা রণনৈতিক সংলাপ ৬ জুন পেইচিংয়ে অনুষ্ঠিত হয়েছে। দু'পক্ষ দ্বিপাক্ষিক সম্পর্ক, পূর্ব এশিয়া, অর্থনীতি ,শক্তি সম্পদ এবং অন্যান্য অভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়ে গভীরভাবে মত বিনিময় করেছে।
দু'পক্ষ একমত হয়েছে, দু'পক্ষ সংলাপ ও সহযোগিতা জোরদার করা কেবল দু'পক্ষের সার্বিক রণনৈতিক অংশীদারিত্বের সম্পর্কের সুষ্ঠু উন্নয়নের কল্যাণকর তা নয়, বরং বিশ্বের শান্তি ও স্থিতিশীলতা সুরক্ষা করা ও অভিন্ন উন্নয়ন ত্বরান্বিত করার জন্যও কল্যাণকর। রণনৈতিক সংলাপের মাধ্যমে যে দু'পক্ষের পারস্পরিক সমঝোতা জোরদার করা যায় এবং পারস্পরিক উপকারিতামূলক সহযোগিতা ত্বরান্বিত করা যায়, দু'পক্ষ তার ইতিবাচক মূল্যায়ন করেছে। দু'পক্ষ বলেছে, তারা বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক সংলাপ ও পরামর্শের মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন অব্যাহতভাবে ত্বরান্বিত করবে।
|