চীনের প্রথম কিস্তির ১৯টি রপ্তানি পণ্যের প্রযুক্তিগত পরিসেবা কেন্দ্র ৬ জুন প্রতিষ্ঠিত হয়েছে । চীনের বাণিজ্য মন্ত্রণালয় আশা করে এই সব পরিসেবা কেন্দ্র চীনের শিল্পপ্রতিষ্ঠানগুলোর আন্তর্জাতিক প্রতিদ্বন্দ্বীতার শক্তি বাড়ানো আর বৈদেশিক বাণিজ্য বাড়ানোর পদ্ধতি পরিবর্তনে সহায়ক হবে ।
জানা গেছে , এই ১৯টি প্রযুক্তিগত পরিসেবা কেন্দ্র বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের জন্য রপ্তানি পন্যের প্রযুক্তিগত মানদন্ড সম্বন্ধে পরামর্শ দেবে , শক্তি-সাশ্রয় ও পরিবেশ সংরক্ষণ সংক্রান্ত নতুন প্রযুক্তি জনপ্রিয় করবে এবং শিল্পপ্রতিষ্ঠানগুলোকে নিজের মেধাস্বত্ব দিয়ে আন্তর্জাতিক বাজারে প্রবেশ করতে সাহায্য করবে ।
বাণিজ্য মন্ত্রণালয়ের পরিকল্পনা অনুসারে পরবর্তী পাঁচ বছরে চীনে এই ধরনের আরো এক শ'টি কেন্দ্র প্রতিষ্ঠিত হবে ।
|