ফিলিস্তিন জাতীয় মুক্তি আন্দোলন আল ফাতাহের একজন কর্মকর্তা ৫ জুন রাতে রামাল্লাহে ঘোষণা করেছেন , ৫ জুন অনুষ্ঠিত ফিলিস্তিনের বিভিন্ন পক্ষের সংলাপ ব্যর্থ হয়েছে । বিভিন্ন পক্ষ ফিলিস্তিন-ইসরাইল বন্দী মুক্তি চুক্তি সম্বন্ধে একমত হতে পারে নি । ফিলিস্তিনের জাতীয় ক্ষমতা সংস্থার চেয়ারম্যান আব্বাস এই চুক্তি নিয়ে গণভোট অনুষ্ঠান করবেন ।
আব্বাসের কার্যালয়ের একজন কর্মকর্তা বলেছেন , ৬ জুন ফিলিস্তিন মুক্তি সংস্থার কার্যনির্বাহী কমিটি ও ফিলিস্তিন আইন প্রণেতা কমিশন ও বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলাপ-পরামর্শের পর আব্বাস গণ ভোটের দিনতারিখ স্থির করবেন ।
আব্বাস রামাল্লাহে বলেছেন , ফিলিস্তিন-ইস্রাইল বন্দী মুক্তি চুক্তি সংশোধন করা হবে না ।
ফিলিস্তিন ইসলামিক প্রতিরোধ আন্দোলন হামাসের একজন মুখপাত্র গাজায় বলেছেন , যদিও তারা সংলাপে একমত হয় নি , তবে হামাস অব্যাহতভাবে সংলাপ করতে আগ্রহী । হামাস গণভোটে রাজি নয় ।
|