v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-06-05 19:42:06    
চীনাদের বাড়িতে ধীমান ঘরোয়া সরঞ্জাম

cri
    জীবনযাত্রার মান উন্নত করার জন্য অধিকতর চীনারা বাড়িতে ধীমান ঘরোয়া সরঞ্জাম ব্যবহার করছেন। আজকের বিজ্ঞান বিচিত্রা অনুষ্ঠানে এ সম্পর্কে আপনাদের কিছু তথ্য জানাবো।

    ওয়াং ইয়াও হলেন একটি রীয়েল এস্টেটের একজন বিক্রেতা। প্রতিদিনের কাজের ব্যস্ততার পরে তার আকাঙ্খা হলো বাড়ি ফিরে সুস্বাদু খাবার প্রস্তুত এবং তার আগে চাই গরম গোসলের পানি। বাড়িতে ফেরার আগে তিনি দূর-রিমোটের মাধ্যমে এসি খুলে রাখতে চান।

    "গ্রীষ্মকালে খুব গরম, এসি থাকতেই হবে। কিন্তু ২৪ ঘন্টা খুলে রাখলে ঠান্ডা তো হবে কিন্তু বিদ্যুতের খরচও বাড়বে। বাড়িতে ফেরার আধ ঘন্টা আগে মোবাইলের মাধ্যমে এসি খুলে রেখে বাড়িতে ঢুকলে ঠান্ডা পরিবেশ উপভোগ করতে পারি তো ভাল হতো।"

    ওয়াং ইয়াওর এ চাওয়া কিন্তু আজকে আর স্বপ্ন নয়। ফোন করে বাড়িতের বুদ্ধিমান পরিচারককে নির্দেশ দিয়ে এ সব উপভোগ করতে পারবেন আপনিও।

    এই বুদ্ধিমান পরিচারক আসলে এক রকম ঘরোয়া নেটওয়ার্ক ব্যবস্থা। তার মাধ্যমে কম্পিউটার ও ঘরের বৈদ্যুতিক সরঞ্জামের সঙ্গে যুক্ত হয়। এই ব্যবস্থা ইন্টারনেটের সঙ্গে সংযুক্ত করে একটি মোবাইলের মাধ্যমে ঘরের বৈদ্যুতিক সরঞ্জামকে নিয়ন্ত্রণ করা যাবে।

    এই ব্যবস্থার একটি প্রোসেসিং সিস্টেম আছে। তার মাধ্যমে একটি রিমোটার সকল সরঞ্জামকে নিয়ন্ত্রণ করা যায়। বাড়িতে ডি.ভি.ডি দেখার ব্যাপার নিয়ে ছিও ফেং সিং আমাদের জানিয়েছেন:

    "ডি.ভি.ডি দেখার সময়ে কিছু কাজ করতে হয়। যেমন টি.ভি খোলা, ডি.ভি.ডি খোলা এবং চালানো, লাইট একটু কমিয়ে দেয়া ইত্যাদি। বুদ্ধিমান পরিচারক থাকলে আগে তা সেটাপ করে স্টার্ট বোতাম চাপ দিলে তা আপনাদের ইচ্ছা মতো সব কিছু ঠিকঠাক করবে।"

    ছিও ফেং সিং বলেছেন, এই বৃত্তি হলো বুদ্ধিমান পরিচারকের একটি সুবিধাজনক পরিসেবা। ধরুণ বাতি । টিভি দেখার সময়ে বুদ্ধিমান ব্যবস্থা বাতিটির আলো কমিয়ে দিয়ে আরামের পরিবেশ সৃষ্টি করতে পারে। বাইরে যেতে চাইলে এক বোতাম টিপালে সব বাতি বন্ধ হয়ে যাবে।

    তা কিভাবে বাস্তবায়িত হয়? মিস্টার ছিও বলেছেন, ধীমান ঘরোয়া সরঞ্জামগুলো দু'টি ব্যবস্থায় নিয়ন্ত্রণ করা হয়। একটি হলো লাইন নিয়ন্ত্রিত ব্যবস্থা আরেকটি হলো ওয়্যালেস ব্যবস্থা। লাইন নিয়ন্ত্রিত ব্যবস্থার খরচ বেশী। আর ওয়্যারলেস ব্যবস্থা রিমোতের পাঠানো সংকেটের মাধ্যমে সরঞ্জামগুলো নিয়ন্ত্রণ করা হয়। মিস্টার ছিও বলেছেন:

    "অনেক রকম বৈদ্যুতিক সরঞ্জাম আর.এফ সংকেত গ্রহণ করতে পারে না, শুধু ইনফ্রারেড সংকেতের নিয়ন্ত্রণে চালাতে হয়। আমরা একটি ট্রান্সফোর্ম সরঞ্জামের মাধ্যমে আর.এফ. সংকেত ইনফ্রারেড সংকেতে পরিবর্তন করতে পারি। তাছাড়া, ইনফ্রারেড সংকেট নির্ধারিত দিকে সংকেট পাঠাতে হয় কিন্তু আর.এফ রিমোটার যে কোনো দিকে পাঠানো যেতে পারে। নিচের তলায় উপরের ঘরের সরঞ্জামগুলো নিয়ন্ত্রণ করা যায় এবং পাশের ঘর থেকেও তা নিয়ন্ত্রণ করা যায়।"

    ধীমান ঘরোয়া সরঞ্জাম শুধু আপানার জীবনযাত্রা আরো আরামদায়ক করেছে তা নয় বরং নিরাপত্তাও আরো সুনিশ্চিত করতে পারে। পেইচিংয়ের একটি বুদ্ধিমান ঘরোয়া সরঞ্জাম ক্ষেত্রের কোম্পানি- ই চিয়া কোম্পানির পরিচালক শি সুং সংবাদদাতাকে জানিয়েছেন, তাদের বুদ্ধিমান ঘরোয়া সরঞ্জাম চুরকে ভয় দেখিয়ে পালিয়ে যেতে বাধ্য করতে পারে। তিনি বলেছেন:

    "আমাদের সরঞ্জামের মাধ্যমে মানুষ বাইরে গেলেও ঘরের টিভি স্বয়ংক্রিয়ভাবে নির্ধারিত সময়ে খুলে থাকে। তাতে চুর মনে করে এই বাড়ির মালিক রুমে আছে তাই সে ঝুঁকি নেয় না। যদি সে ঘরে প্রবেশ করে সব বৈদ্যুতিক সরঞ্জাম এক সঙ্গে চালু হবে, তাকে ভীত করার জন্য।"

    তিনি আরো বলেছেন, বাড়িতে একটি ছোট ক্যামেরা থাকলে তার মাধ্যমে চুরির ছবি তোলা যায়। তাতে গৃহস্থ রিমোটের মাধ্যমে দরজা বন্ধ রাখা বা গাইডকে জানাতে পারেন।

    কেউ চিন্তা করে যে এমন বুদ্ধিমান ঘরোয়া সরঞ্জাম কিনলে নিশ্চয় অনেক টাকা খরচ হবে। সংশ্লিষ্ট ব্যক্তি জানিয়েছেন সরঞ্জামের বৃত্তি অনুযায়ী ভিন্ন খরচ হতে পারে। যেমন এখন চীনে ৫০০০ ইউয়ানের খরচে আপনি একটি মৌলিক বুদ্ধিমান ঘরোয়া সরঞ্জাম ব্যবস্থা কিনতে পারেন।