পাকিস্তানের সরকার প্রকাশিত একটি অর্থনৈতিক জরিপ থেকে জানা গেছে, চলতি অর্থ বছরে, অর্থাত ২০০৫ সালের ১ জুলাই থেকে ২০০৬ সালের ৩০ জুন পর্যন্ত পাকিস্তানের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ছিলো ৬.৬ শতাংশ।
জরিপে আরো বলা হয়েছে এই পুর্বের প্রথম ৯ মাসে পাকিস্তানের রপ্তানির মূল্য ১৮.৬ শতাংশ বেড়ে ১২.১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। আর আমদানির মূল্য ৪৩ শতাংশ বেড়ে ২০.৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
জানা গেছে, গত তিন বছরে পাকিস্তানের গড়পড়তা অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ৭.৫ শতাংশে বজায় রয়েছে।
|