|
|
(GMT+08:00)
2006-06-05 18:35:19
|
|
চীনের পরিবেশ সংরক্ষণ শ্বেতপত্র প্রকাশ
cri
৫ জুন হল বিশ্ব পরিবেশ দিবস ।চীন সরকার ' চীনের পরিবেশ সংরক্ষণ ১৯৯৬---২০০৫' শিরোনামে একটি শ্বেতপত্র প্রকাশ করেছে। শ্বেতপত্রে বলা হয়েছে , ধারাবাহিক পরিবেশ সংরক্ষণ ব্যবস্থার মাধ্যমে বতর্মানে চীনে পরিবেশ দূষণ এবং প্রাকৃতিক পরিবেশের নাশকতার প্রবণতা কিছুটা কমেছে। কিন্তু চীনের পরিবেশ সংরক্ষণের পরিস্থিতি এখনও কঠোর। শ্বেতপত্রে ব্যাখ্যা করা হয়েছে, চীন সরকার পরিবেশ সংরক্ষণ একটি রাষ্ট্রীয় নীতি হিসেবে নিধার্রণ করেছে। বিগত দশ বছরে পরিবেশ দূষণ রোধে চীন মোট ৯ কোটি ৫০ লক্ষ রেন মিন পি বরাদ্দ করেছে। যার ফলে চীনের বিষাক্ত গ্যাস নি:সরণের পরিমাণ স্পষ্টভাবে কমে গেছে। কোনো কোনো এলাকায় দূষণ রোধের কাজে প্রাথমিক সাফল্য দেখা দিয়েছে। তা ছাড়া, চীনের বনায়নের হারও স্পষ্টভাবে বেড়েছে। শ্বেতপত্রে সঙ্গে সঙ্গে বলা হয়েছে, বতর্মানে চীনে শিল্পায়ন আর শহরায়ন দ্রুত গতিতে বিকশিত হচ্ছে এবং অর্থনৈতিক বৃদ্ধি আর পরিবেশ সংরক্ষণের দ্বন্দ্ব অত্যন্ত প্রকট। সুতরাং পরিবেশের পরিস্থিতি এখনও অত্যন্ত কঠোর। পরিকল্পনা অনুযায়ী, ২০১০ নাগাদ প্রধান বিষাক্ত গ্যাস নি:সরণের মোট পরিমাণ অর্ধেকেকমানো হবে এবং বনায়নের হার অব্যাবহতভাবে বাড়বে বলে আশা করা হচ্ছে।
|
|
|