ভিসা আন্তর্জাতিক সংঘের ৫ জুন প্রকাশিত রিপোর্টে দেখা গেছে, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে পর্যটন পণ্য ভোগ ক্ষেত্রে চীনের বৃদ্ধি সবচেয়ে দ্রুত। এই বছরে চীন এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দ্বিতীয় বড় পর্যটন পণ্য ভোগ বাজারে পরিণত হবে বলে আশা করা হচ্ছে। এ ক্ষেত্রে প্রথম হচ্ছে অস্ট্রেলিয়া।
ভিসা আন্তর্জাতিক সংঘের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দায়িত্বশীল ব্যক্তি ব্যাখ্যা করে বলেছেন, চীনের যাবতীয় পর্যটন গন্তব্যের মধ্যে শাংহাইয়ে পর্যটকদের ভিসা কার্ড দিয়ে পণ্য ভোগের পরিমান সবচেয়ে বেশী। ২০০৫ সালে আন্তর্জাতিক পর্যটকরা ও ব্যবসায়িক পর্যটকরা ভিসা কার্ড দিয়ে শাংহাইয়ে মোট ৫৮.৭ কোটি মার্কিন ডলার ব্যয় করেছেন। দ্বিতীয় স্থানে থাকা পেইচিংয়ে পণ্য ভোগের পরিমাণ হচ্ছে ৪৯ কোটি মার্কিন ডলার। কিন্তু ২০০৮ সালে পেইচিং অলিম্পিক গেমস দিন দিন কাছাকাছি হওয়ার সঙ্গে সঙ্গে এই পরিস্থিতি ভবিষ্যতে সম্ভবত, পরিবর্তিত হবে।
|