২ থেকে ৪ জুন পযর্ন্ত চীনের প্রধান মন্ত্রী উয়েন চিয়া পাও অন্তর্মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চল পরির্দশন করেছেন। তিনি পর পর কয়লা, ভারী ধরনের গাড়ী, যন্ত্রপাতি নিমার্ন, ইস্পাত ও লোহা প্রভৃতি শিল্প-প্রতিষ্ঠানগুলো পরিদর্শন করেছেন। পরিদর্শনের সময় তিনি বিশেষভাবে চীনের কয়লা শিল্প-প্রতিষ্ঠানের সংস্কার ও উন্নয়নের ধারণা উত্থাপন করেছেন। তিনি বলেছেন, চীন কয়েকটি দশ কোটি টন শ্রেণীর বিরাটাকারের কয়লা শিল্প-প্রতিষ্ঠান গোষ্ঠি চালু করার পরিকল্পনা নেবে। তিনি জোর দিয়ে বলেছেন, কয়লা শিল্প-প্রতিষ্ঠানগুলোর উচিত দেশের নির্দেশ অনুযায়ী ব্যাপকভাবে কয়লা ক্ষেত্রের গ্যাস সংস্কার কাজ এগিয়ে নিয়ে যাওয়া।
উল্লেখ্য সাম্প্রতিক বছরগুলোতে চীন সরকার নিবিড়ভাবে কয়লা উত্পাদনের ব্যবস্থাপনা কাজের উপর গুরুত্ব দিয়ে এসেছে। কিন্তু চীনের কয়লা ক্ষেত্রে দুর্ঘটনা ঘনঘন ঘটে।
|