আগামী পাঁচ বছরের মধ্যে তিব্বত মালভূমিতে প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের একটি প্রকল্প চালু করা হবে । এই প্রকল্পে মোট ৩৮৭০ কোট রেন মিন পি বরাদ্দ করা হবে।
তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের পরিবেশ সংরক্ষণ ব্যুর্রোর সূত্র থেকে জানা গেছে, তিব্বত মালভূমিতে রাষ্ট্রীয় প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের প্রকল্পে অর্ন্তভূক্ত: প্রাকৃতিক আর প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ অঞ্চলের নির্মাণ কার্যকরী করা , প্রাকৃতিক বন আর ঘাসের সংরক্ষণ কাজ জোরদার করা , ক্ষয়িষ্ণু তৃণভূমি আর বন সংস্কার চালু করা ,ধসে-পড়া ভূমি সংস্কার করা এবং পশুপালকদের মালভূমিতে বসবাস করতে উত্সাহ দেওয়া।
|