v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-06-05 17:09:50    
২৯ মে---৫ জুন, ২০০৬

cri
৩১ মে বিকালে দুদিনব্যাপী চীন-আরব সহযোগিতা ফোরামের দ্বিতীয় দফা মন্ত্রী পর্যায়ের সম্মেলন পেইচিংয়ে উদ্বোধন হয়েছে। তা হচ্ছে চীনে অনুষ্ঠিত চীন-আরব সহযোগিতা ফোরামের প্রথম মন্ত্রী পর্যায়ের সম্মেলন ।

২২টি আরবদেশের পররাষ্ট্রমন্ত্রী, প্রতিনিধি এবং আরব লীগের মহাসচিব এই সম্মেলনে অংশ নেন। এবারকার সম্মেলনের লক্ষ্য হচ্ছে চীন-আরব নতুন অংশীদারিত্বের সম্পর্ক স্থাপন করা।এই সম্মেলন আগামি দু'বছরের ফোরামের গুরুত্বপূর্ণ সহযোগিতার ক্ষেত্র যাচাই করবে এবং আগামি পর্যায়ের ফোরামের সুনির্দিষ্ট লক্ষ্য ও কর্তব্য নির্ধারণ করবে। আরো জানা গেছে, এই সম্মেলন আরো যৌথ প্রস্তাব এবং ধারাবারিক প্রস্তাব স্বাক্ষর করবে।

৩০ মে আরব লীগের মহাসচিব আমর মুসা পেইচিংয়ে বলেছেন, মধ্যপ্রাচ্য বিষয়ে চীনের ভূমিকার প্রতি আরব লীগ ইতিবাচক মূল্যায়ন করে।

তিনি বলেন, চীন সব সময় আরবদের ন্যায্য ব্রত ও বৈধ অধিকার সমর্থন করে। সুদান, ইরাক ও ফিলিস্তিন সমস্যায় আরব লীগের চীনের সঙ্গে আলোচনা করা উচিত। যাতে আরো কল্যাণকর সমাধানের উপায় খুঁজে বের করা যায়।

ফিলিস্তিন-ইসরাইল সমস্যা সম্পর্কে তিনি বলেন, আরব লীগ সব সময় দখলিকৃত ভূ-ভাগ ফেরত দেয়া, ফিলিস্তিন দেশ প্রতিষ্ঠা করা এবং ইসরাইলের সঙ্গে ফিলিস্তিনের স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠা করার আহ্বান জানিয়েছে।

চীন-আরব সহযোগিতা ফোরামের দ্বিতীয় মন্ত্রী সম্মেলন ১ জুন পেইচিংয়ে সমাপ্ত হয়েছে। চীন আর আরব মিলিতভাবে চীন-আরব নতুন অংশীদারিত্বের সম্পর্ক ত্বরান্বিত করবে। দু'পক্ষ সক্রিয়ভাবে শক্তি সম্পদ ক্ষেত্রে সহযোগিতা সংলাপ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে রাজি হয়েছে।

উ পাং কুও ইউরোপের চারটি দেশ সফর শেষে দেশে ফিরে এসেছেন

রোমানিয়া, মলদোভা, গ্রীস ও রাশিয়ায় আনুষ্ঠানিক ও মৈত্রী সফর শেষে এবং মস্কোয় অনুষ্ঠিত সাংহাই সহযোগিতা সংস্থার সদস্যদেশের স্পীকার সম্মেলনে অংশ নেয়ার পর, চীনের জাতীয় গণ-কংগ্রেসের স্ট্যাডিং কমিটির চেয়ারম্যান উ পাং কুও ৩১ মে সকালে বিশেষ বিমান যোগে পেইচিংয়ে ফিরে এসেছেন।

রোমানিয়ার সিনেট ও লোকসভার স্পীকার, মলদোভার স্পীকার, গ্রীসের স্পীকার ও রাশিয়ার সিনেট ও লোকসভার স্পীকারের আমন্ত্রণে, ১৭ মে থেকে উ পাং কুও এই সব দেশে তাঁর সফর শুরু করেন।

লি চাও শিং, চীন ভারতের সঙ্গে সার্বিক সম্পর্কোন্নয়ন চায়

চীনের পররাষ্ট্রমন্ত্রী লি চাও শিং ২৯ মে পেইচিংয়ে বলেছেন, চীন ভারতের সঙ্গে সুপ্রতিবেশীসূলভ বন্ধুত্বপূর্ণ ও সহযোগিতামূলক সম্পর্ক উন্নয়নের উপর উচ্চ মানের গুরুত্ব দেয়, দু'দেশের কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বের সম্পর্কের সার্বিক উন্নয়ন ত্বরান্বিত করতে ইচ্ছুক।

  লি চাও শিং চীন সফররত ভারতীয় প্রতিরক্ষামন্ত্রী প্রণব মুখার্জির সঙ্গে সাক্ষাত্ করার সময়ে এই কথা বলেন। তিনি বলেন, চীন আর ভারত উভয়েই প্রাচীন সভ্যতার দেশ। দু'দেশের জনসংখ্যা সাকুল্যে বিশ্বের মোট জনসংখ্যার এক-তৃতীয়াংশের বেশি। এই দু'দেশের উন্নতি এবং সমৃদ্ধি মানবজাতির জন্য বিরাট অবদান রাখবে।

  মুখার্জি বলেছেন, ভারত ও চীন হচ্ছে ভালো বন্ধু। দু'দেশ বহু বিষয়ে একই বা প্রায় একই মতাধিষ্ঠান পোষণ করে। ভারত ও চীনের সহযোগিতা জোরদার হলে, সক্রিয়ভাবে দু'দেশ আন্তর্জাতিক বিষয়াদিতে অংশগ্রহণ করলে তা বিশ্বের শান্তি, স্থিতিশীলতা এবং উন্নয়নের জন্য হিতকর। ভারত চীনের সঙ্গে মিলিত প্রচেষ্টা চালিয়ে দু'দেশের সমঝোতা এবং আস্থা বাড়াতে এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো সামনে এগিয়ে নিয়ে যেতে ইচ্ছুক।

চীন-ভারত সমঝোতা স্মারক তৃতীয় পক্ষের বিরুদ্ধে নয়

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিউ চিয়ান ছাও ৩০ মে পেইচিংয়ে বলেছেন, ভারতের প্রতিরক্ষামন্ত্রী প্রণব মুখার্জীর চীন সফরকালে স্বাক্ষরিত চীন-ভারত সমঝোতা স্মারক কোন তৃতীয় পক্ষের বিরুদ্ধে নয়।

  নিয়মিত সংবাদ সম্মেলনে লিউ চিয়ান ছাও বলেছেন, মুখার্জী ২৮ মে থেকে ২ জুন পর্যন্ত চীন সফর করছেন। চীন সফরকালে দু'দেশ "চীন-ভারত প্রতিরক্ষা ক্ষেত্রের আদান-প্রদান ও সহযোগিতা জোরদার সংক্রান্ত সমঝোতা স্মারক" স্বাক্ষর করেছে। চীন মনে করে, এটা দু'দেশ আর দুটি বাহিনীর সম্পর্কোন্নয়নের অনুকূল।

  লিউ চিয়ান ছাও বলেছেন, চীন-ভারত আদান-প্রদানের ইতিহাস দু'হাজারাধিক বছরের। অধিকাংশ সময়ই তা ছিলো বন্ধুত্বপূর্ণ। সমঝোতা লিপি স্বাক্ষর করা হচ্ছে দু'দেশ আর দুটি বাহিনীর সম্পর্কোন্নয়নের সুফল। তিনি জোর দিয়ে বলেছেন, চীন অন্য বহু দেশের সঙ্গেও সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে, তা কোন তৃতীয় পক্ষের বিরুদ্ধে নয়।

বিশ্ব অর্থনীতি ফোরামের আফ্রিকান সম্মেলনে চীন ও ভারতের অর্থনীতির উন্নয়নের ওপর গুরুত্ব আরোপ

দক্ষিণ আফ্রিকার কেপটাউনে অনুষ্ঠিত ১৬তম বিশ্ব অর্থনীতি ফোরামের আফ্রিকা সম্মেলনে চীন ও ভারতের অর্থনীতির দ্রুত উন্নয়নের ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। আফ্রিকা পূর্বমুখী হও ছিল এবারকার সম্মেলনের কেন্দ্রীয় আলোচ্য বিষয়।

অংশগ্রহণকারী প্রতিনিধিরা বলেছেন, আফ্রিকাচীন ও ভারতের অর্থনীতির অব্যাহত দ্রুত উন্নয়ন থেকে আশার আলো দেখেছে। যদিও বর্তমানে আফ্রিকার মূলভূভাগ অনাবৃষ্টি,দুর্ভিক্ষ, এইডস , বার্ড ফ্লু ইত্যাদি ব্যাপক চ্যালেঞ্জের সম্মুখীন, তবু আফ্রিকার উচিত চীন ও ভারত থেকে শিখা ,এতে আফ্রিকার উন্নয়নের জন্যে একটি সঠিক পথ খুঁজে বের করা যাবে।

ভারত ৫৯ জন পাকিস্তানি জেলেকে মুক্তি দিয়েছে

২৯ মে ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয় বলেছে, বন্ধুত্বের নিদর্শন হিসেবে, একই দিন ভারত ৫৯ জন পাকিস্তানি জেলেকে মুক্তি দিয়েছে।

পাকিস্তানের প্রস্তুতি কাজ শেষ না হওয়ায় , ২৭ মে এ সব জেলেকে মুক্তি দেয়ার কথা থাকলেও পরে তা পিছিয়ে যায়।

জানা গেছে, ভারতের এ উদ্যোগে সাড়া দেয়ার জন্যে ৩০ মে পাকিস্তান ৭১ জন ভারতীয় জেলেকে মুক্তি দেবে।

৩০ মে থেকে ভারত ও পাকিস্তানের স্বরাষ্ট্র সচিব পাকিস্তানের ইসলামাবাদে দুদিনব্যাপী বৈঠক করবেন। তারা দু'পক্ষের বাকি জেলেদের মুক্তি দেয়ার বিষয় নিয়ে আলোচনা করবেন।

শ্রীলংকা সরকার ও টাইগার সংস্থার শান্তি আলোচনা অনুষ্ঠিতব্য

৩১ মে শ্রীলংকা সরকার একটি বিবৃতিতে বলেছে , শ্রীলংকা নরওয়ের আমন্ত্রণে ৮ থেকে ৯ জুন পর্যন্ত ওসলোয় অনুষ্ঠিতব্য শান্তি আলোচনায় অংশগ্রহণ করবে , যাতে সরকার বিরোধী তামিল টাইগার সংস্থার সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির তত্ত্বাবধান ব্যবস্থা এবং সংশ্লিষ্ট সমস্যা নিয়ে পরামর্শ করা যায়।

বিবৃতিতে বলা হয়েছে , শ্রীলংকার শান্তি প্রক্রিয়া সমন্বয় বিষয়ক মহাপরিচালক পালিথা কোহনা শ্রীলংকা সরকারী প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়ে আলোচনায় অংশ নেবেন । শ্রীলংকার যুদ্ধবিরতি চুক্তি তত্ত্বাবধান কমিশন সরকারের প্রতি তার সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার যে দাবি জানিয়েছে , সরকার তা পূরণ করার জন্য সব রকম প্রচেষ্টা করবে ।

নরওয়ের বিশেষ শান্তি দূত হানসেন বাউর ২৭ মে ঘোষণা করেছেন , নরওয়ে শ্রীলংকা সরকার , টাইগার সংস্থা ও শ্রীলংকার যুদ্ধবিরতি তত্ত্বাবধান কমিশনের কাছে জুন মাসে ওসলোয় শান্তি আলোচনা করার আমন্ত্রণ জানিয়েছে , যাতে এই কমিশনের ভূমিকা , ব্যবস্থা এবং সংশ্লিষ্ট সমস্যা নিয়ে পরামর্শ করা যায় ।

জাতি সংঘের সংস্কারে পাকিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী সারতাজ আজিজ ২ জুন বলেছেন, পাকিস্তান জাতি সংঘের সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে। তিনি বলেছেন, এই সংস্কারে পাকিস্তান উন্নয়নমুখী দেশগুলোর স্বার্থ জড়িত ব্যাপারের দিকে নজর রাখে এবং সংশ্লিষ্ট উদ্যোগও নিয়েছে। জেনিভায় জাতি সংঘ মহা সচিবের উচ্চ পযার্য়ের প্যানেলেরআয়োজিত একটি ভিডিও সম্মেলনে অংশ নেওয়ার পর পররাষ্ট্র মন্ত্রী সারতাজ আজিজ সাংবাদিকদের এই কথা বলেছেন। এই ভিটিও সম্মেলন চলাকালে আজিজ বলেন, জাতি সংঘের বিভিন্ন সংস্থার মধ্যে ঐক্য আর সহযোগিতা জোরদার হওয়া উচিত। আঞ্চলিক প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রী আজিজি তাঁর বক্তব্য রেখেছেন।

জাতিসংঘের মানবতাবাদী বিষয়ক সমন্বয় অফিস ২ জুন জেনিভায় ঘোষণা করেছে যে, জাতিসংঘ ইন্দোনেশিয়ার ভূমিকম্প দুর্গত অঞ্চলকে সাহায্য করার জন্যে ১০.৩ কোটি মার্কিন ডলার মূল্যের একটি জরুরী সাহায্য পরিকল্পনা শুরু করেছে।

এই সাহায্য পরিকল্পনা অনুসারে জাতিসংঘ ছ'মাসের জন্য ইন্দোনেশিয়ার দুর্গত অঞ্চলকে খাবার, পরিষ্কার পানি, ওষুধ প্রভৃতি সামগ্রী যুগিয়ে দেবে, যাতে দুর্গত অঞ্চলের জনগণের জরুরী চাহিদা পূরণ করা যায়। তা ছাড়া, জাতিসংঘ প্রাথমিক সময়পর্ব দুর্গত অঞ্চলের পুনর্গঠন কাজ শুরু করার জন্যে ইন্দোনেশিয়া সরকারকে সাহায্য করবে।

এই অফিসের একইদিন প্রকাশিত একটি বিবৃতিতে আন্তর্জাতিক সমাজের উদ্দেশ্যে এই জরুরী সাহায্য পরিকল্পনার জন্যে চাঁদা দেয়ার আহবান জানিয়েছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, জাতিসংঘ ত্রাণ তত্পরতার অগ্রগতি অনুযায়ী আগামী কয়েক সপ্তাহের মধ্যে চাঁদার পরিমাণ সুবিন্যস্ত করবে।

ইন্দোনেশিয়ার ভূমিকম্প দুর্গত অঞ্চলের জন্যে চীনের প্রথম কিস্তির ত্রাণ সরঞ্জাম বর্তমানে উত্তর চীনের শিচিয়াচুয়াং শহরের বিমান বন্দরে বহণ করা হচ্ছে। পরিকল্পনা অনুসারে ত্রাণ সরঞ্জামবাহী বিমানের ২ জুন রাত প্রায় ১০টায় রওয়ানা হওয়ার কথা।

ইরান নিঃশর্ত পরমাণু আলোচনার প্রস্তাব নিয়েছে

৩ জুন ইরানের প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদ জাতিসংঘ মহাসচিব কফি আনানের সঙ্গে টেলিফোনে যোগাযোগ করার সময়ে বলেছেন, ইরান নিঃশর্তভাবে পরমাণু সমস্যা সংশ্লিষ্ট আলোচনা করতে প্রস্তুত।

তিনি বলেছেন, ইরান বিভিন্ন সংশ্লিষ্ট পক্ষের সঙ্গে গণতন্ত্র, নিঃশর্ত ও হুমকিবিহান আলোচনা করার প্রস্তাব দিচ্ছে। ইরান জাতিসংঘ মহাসচিব কফি আনানকে পরমাণু সমস্যা সমাধানে তার ভূমিকার প্রশংসা করেছে।

টেলিফোনে কফি আনান আশা করেছেন, সংলাপ ও সমঝোতার মাধ্যমে ইরানের পরমাণু সমস্যা সমাধান করা হবে। তিনি বলেছেন, অব্যাহত আলোচনা হচ্ছে ইরানের পরমাণু সমস্যা সমাধানের একমাত্র উপায়।

একই দিন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী মানোছের মোত্তাকি তেহরানে বলেছেন, ইরান যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানীর ইরানের পরমাণূ সমস্যা সংশ্লিষ্ট প্রস্তাব নিয়ে বিশ্লেষণ করবে। তিনি আবার জোর দিয়ে বলেছেন, ইরান পাশ্চাত্যের দেশগুলোর সঙ্গে আলোচনা করতে ইচ্ছুক, কিন্তু কোনো পূর্বশর্ত আরোপ করা উচিত নয়, বিশেষ করে ইরানের প্রতি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করার আহ্বান জানানো উচিত না।

একই দিন, কুয়েতে সফররত মার্কিন নিকট-প্রাচ্য বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ওয়েলছ বলেছেন, আন্তর্জাতিক সমাজ ইরানের পরমাণূ অস্ত্র উন্নয়নের সামর্থ্যের ওপর তীক্ষ্ণ নজর রেখেছে।

মার্কিন বাহিনীর হাতে ইরাকী নাগরিকদের প্রাণহানিতে বুশের উদ্বেগ

মার্কিন প্রেসিডেন্ট বুশ ৩১ মে ওয়াশিংটনে বলেছেন, তিনি মার্কিন মেরিন সেনাদের হাতে ইরাকের নিরীহ নাগরিকদের প্রাণহানির খবর জেনে উদ্বেগ বোধ করেছেন। একই দিন হোয়াইট হাউসের মুখপাত্র টনি স্নো বলেছেন, যুক্তরাষ্ট্র এই ঘটনার তদন্তের ফলাফল সম্পূর্ণভাবে প্রকাশ করবে।

  হোয়াইট হাউসের মুখপাত্র স্নো একই দিনে বলেছেন, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রতিশ্রুতি দিয়েছে যে, মার্কিন মেরিন সেনারা গত বছরের নভেম্বরে ইরাকের হাদিসা গ্রামে নিরীহ নাগরিকদের হত্যা করা সংক্রান্ত তদন্তের সমস্ত ফলাফল প্রকাশিত হবে।

 এখন মার্কিন সামরিক কর্তৃপক্ষ এই ঘটনা নিয়ে দুটি তদন্ত চালাচ্ছে, যাতে এই ঘটনায় মেরিন সেনারা বাস্তব সত্য লুকিয়ে রাখার অপচেষ্টা করেছে কিনা জানতে পারে, এবং এই সেনাদের ও তাঁদের অফিসারদের বিরুদ্ধে হত্যা মামলা করবে কিনা সিদ্ধান্ত নেয়া যায়।

মন্টেনেগ্রো আনুষ্ঠানিকভাবে স্বাধীন হয়েছে

৩ জুন রাতে মন্টেনেগ্রোর সংসদ পোদগোরিকায় সম্মেলন অনুষ্ঠান করেছে, তাতে মন্টেনেগ্রোর স্বাধীনতার প্রস্তাব এবং ঘোষণা গৃহীত হয়েছে, মন্টেনেগ্রো আনুষ্ঠানিকভাবে স্বাধীন হয়েছে।

সম্মেলনে মন্টেনেগ্রোর সংসদের স্পীকার রানকো ক্রিভোকাপিছ স্বাধীনতার ঘোষণায় ঘোষণা করেছেন যে, মন্টেনেগ্রো একটি সার্বভৌম দেশ, মুক্তি, গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষার বহুজাতীয়, বহুসাংস্কৃতিক ও বহুধর্মীয় দেশ পরিবর্তন হয়েছে।

ঘোষণায় বলা হয়, মন্টেনেগ্রো জাতিসংঘ, ই ইউ ইত্যাদি আন্তর্জাতিক সংস্থার নীতি, অধিকার ও দায়িত্বে অবিচল এবং সমর্থন করবে। মন্টেনেগ্রো স্বাধীন হওয়ার পর অব্যাহতভাবে বিভিন্ন সংস্কার করবে, ই ইউ আর ন্যাটোতে অংশ নেয়ার লক্ষ্য বাস্তবায়ন করবে।

ঘোষণায় আরো বলা হয়, মন্টেনেগ্রো অব্যাহতভাবে সার্বিয়ার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবে, এবং গণতন্ত্র আর শান্তিপূর্ণ উপায়ে দু'পক্ষের সমস্যা সমাধান করবে।

আন্তর্জাতিক রেডক্রস সোসাইটির ২০০৫ সালের বার্ষিক রিপোর্ট প্রকাশিত

আন্তর্জাতিক রেডক্রস সোসাইটি ১ জুন জেনিভায় অনুষ্ঠিত তথ্যজ্ঞাপন সভায় ২০০৫ সালের বার্ষিক রিপোর্ট প্রকাশ করেছে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, গত বছরে গোটা পৃথিবীতে সশস্ত্র সংঘর্ষ আর বল প্রয়োগের দরুণ বিপুল সংখ্যক নিরীহ নাগরিক মারা গেছেন।

  আন্তর্জাতিক রেডক্রস সোসাইটির চেয়ারম্যান জাকোব কেল্লেনবার্গার তথ্যজ্ঞাপন সভায় বর্তমান বিশ্বে সংঘটিত সংঘর্ষের সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের প্রতি আন্তর্জাতিক মানবতাবাদী আইন অনুসরণের আহ্বান জানিয়েছেন, যাতে নিরীহ নাগরিকদের প্রাণ এবং নিরাপত্তার প্রতি আরো বড় আঘাত এড়ানো যায়।

  তা ছাড়া, আন্তর্জাতিক রেডক্রস সোসাইটির বার্ষিক রিপোর্টে আরো জোরালো ভাষায় বলা হয়েছে, ২০০৫ সাল হচ্ছে গুরুতর প্রাকৃতিক দুর্যোগের ঘনঘটায় পরিপূর্ণ এক বছর। আন্তর্জাতিক রেডক্রস সোসাইটির সদস্যরা দুর্যোগের পর শীঘ্রই জরুরী সাহায্যদান করেন। গত বছরে এই সংস্থা মোট ৪০ লক্ষ লোকের জন্যে খাদ্য বা জরুরী সামগ্রী সরবরাহ করেছে। সারা বিশ্বের ১ কোটি ৩০ লক্ষের বেশি লোক এই সংস্থার প্রকল্প থেকে কল্যাণ লাভ করেছেন।