ইস্রাইলের প্রধানমন্ত্রী ওলমোর্ট ৪ জুন জোর দিয়ে বলেছেন, তিনি মধ্য-প্রাচ্যের শান্তি রোডম্যাপ পরিকল্পনার ভিত্তিতে ফিলিস্তিন জাতীয় ক্ষমতা সংস্থার চেয়ারম্যান আব্বাসের সঙ্গে বৈঠক করবেন ।
একইদিনে ওলর্মোট শার্ম এল-শেখে মিশরের প্রেসিডেন্ট মুবারাকের সঙ্গে বৈঠক করেছেন । পরে অনুষ্ঠিত যৌথ সাংবাদিক সম্মেলনে তিনি এই কথা বলেছেন । কিন্তু আব্বাসের সঙ্গে বৈঠকের সুনির্দিষ্ট সময় তিনি উল্লেখ করেন নি ।
তিনি জোর দিয়ে বলেছেন, ইস্রাইল ফিলিস্তিনকে মধ্য-প্রাচ্যের শান্তি রোডম্যাপে নির্ধারিত দায়িত্ব ও কর্তব্য পালন করার তাগিদ দিয়েছে । ইস্রাইল ফিলিস্তিনের সঙ্গে বৈঠক পুনরুদ্ধারকে বর্তমানে প্রথম গুরুত্বপূর্ণ কাজ বলে ধার্য করবে ,পক্ষান্তরে ইস্রাইলের একপক্ষীয়ভাবে জর্দান নদীর পশ্চিম তীরের ইহুদী বসতি এলাকা থেকে প্রত্যাহারের পরিকল্পনাকে অপ্রধান স্থানে রেখবে ।
মুবারাক ফিলিস্তিন ও ইস্রাইলকে যত তাড়াতাড়ি সম্ভব বৈঠক আবার শুরু করার তাগিদ দিয়েছেন এবং ফিলিস্তিন স্বশাসন সরকার ও আব্বাসের প্রতি মিলিত প্রচেষ্টা চালিয়ে অভ্যন্তরীণমতভেদ দূর করার আহ্বান জানিয়েছেন ।
|