 চীনের বাণিজ্যমন্ত্রী পো সি লাই সম্প্রতি ভিয়েতনামের হো ছি মিন শহরে আয়োজিত এপেকের বাণিজ্যমন্ত্রী সভায় বলেছেন, চীন সরকার মেধাসত্ব সুরক্ষায় অত্যন্ত গুরুত্ব দেয়। তা বাইরের চাপের প্রভাব নয়, বরং চীনের অর্থনীতির উন্নয়নের চাহিদা।
পো সি লাই বলেছেন, আগামী ১০ বা ২০ বছরের মধ্যে চীনে নিজের মেধাসত্ব সংশ্লিষ্ট গবেষণা ও ফলাফল অধিকতর বেড়ে যাবে। তাদের সুরক্ষা করা উচিত। সুতরাং চীন ধারাবাহিক ব্যবস্থা নিয়ে মেধাসত্ব রক্ষা করার জন্য আইনগত ব্যবস্থা জোরদার করেছে। "২০০৬ চীনের মেধাসত্ব সুরক্ষা কর্মসূচি" এর মধ্যে অন্যতম।
তিনি আরো বলেছেন, মেধাসত্ব সুরক্ষা একটি বিশ্বব্যাপী সমস্যা। তা এপেক সদস্যদের অভিন্ন চ্যালেঞ্জ। এপেকের সদস্যদের উচিত অবিরাম প্রচেষ্টা চালিয়ে নিজদের দেশের মেধাসত্ব সুরক্ষার মান উন্নত করার সঙ্গে অন্য দেশের সঙ্গে সহযোগিতা চালিয়ে মেধাসত্ব সুরক্ষা কর্তব্য আরো কার্যকর করা।
|