ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা ৩ জুন বলেছেন, একইদিন সন্ধ্যায় ইরাকের নিরাপত্তা বাহিনীর সদস্যরা সাফল্যের সঙ্গে ইরাকে রাশিয়ার দূতাবাসের অপহৃত ৪ জন কর্মকর্তাকে উদ্ধার করেছেন। জাতিসংঘের মহাসচিব কফি আন্নান এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদ একইদিন আলাদা আলাদাভাবে প্রকাশিত বিবৃতিতে ইরাকে রুশ কূটনীতিকদের বিরুদ্ধে হামালার ঘটনার নিন্দা করেছে।
ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন, ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি অগ্রণী দল একইদিন সন্ধ্যায় বাগদাদের পশ্চিমে সাফল্যজনকভাবে অপহৃত ৪ জন রুশ জিম্মীকে উদ্ধার করেছে। কিন্তু তিনি উদ্ধার তত্পরতার খুটিনাটি সম্পর্কে কিছু বলেন নি।
আনান একইদিন প্রকাশিত বিবৃতিতে বলেছেন, তিনি ইরাকের সরকার ও বহুদেশীয় বাহিনীর উদ্দেশ্যে যাবতীয় প্রয়োজনীয় পদ্ধতি অবলম্বন করে এই ধরণের ঘটনার আবার ঘটা এড়ানোর আহবান জানিয়েছেন।
নিরাপত্তা পরিষদের বিবৃতিতে বলা হয়েছে, নিরাপত্তা পরিষদ হামলার ঘটনার তীব্র নিন্দা করে এবং অব্যাহতভাবে ইরাকী জনগণকে সমর্থন করে, ইরাকে সংঘটিত সন্ত্রাসী তত্পরতার বিরোধিতা করে এবং যাবতীয় ধরণের সন্ত্রাস দমন করে।
৩ জুন দুপুরে ইরাকে রাশিয়ার দূতাবাসের একটি গাড়ী বাগদাদে সশস্ত্র ব্যক্তিদের আক্রমণের শিকার হয়েছে, এক জন রুশ কূটনীতিক ঘটনাস্থলে নিহত হয়েছেন এবং অন্য ৪ জন অপহৃত হন।
|