৫ জুন হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস। চীনের জাতীয় পরিবেশ সংরক্ষণ ব্যুরো ৪ জুন প্রথমবারের মতো প্রকাশিত "চীনের প্রাকৃতিক পরিবেশ সুরক্ষা"রিপোর্টে দেখা গেছে, চীন ধারাবাহিক পদ্ধতির মাধ্যমে প্রাকৃতিক পরিবেশের সুরক্ষা মাত্রা বাড়াবে।
এই রিপোর্টে প্রতিফলিত হয়েছে যে, এ পর্যন্ত চীনে মোট ২ হাজার তিন'শটিরও বেশী বিভিন্ন ধরণের প্রাকৃতিক সুরক্ষা অঞ্চল প্রতিষ্ঠিত হয়েছে। এগুলোর আয়তন রাষ্ট্রীয় মোট ভূমির ১৫ শতাংশ। কিন্তু প্রাকৃতিক পরিবেশের দুর্বল অঞ্চল রাষ্ট্রীয় ভূমির ৬০ শতাংশ। পরিবেশ সংরক্ষণ ব্যুরোর সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিরা বলেছেন, চীনের মাথাপিছু শক্তিসম্পদ অভাব বলে প্রাকৃতিক পরিবেশের অবনতি প্রবণতা এখনও কার্যকরভাবে দমন করা হয়নি।
"চীনের প্রাকৃতিক পরিবেশ সুরক্ষা" রিপোর্টে দেখা গেছে, ভবিষ্যতে চীন প্রাকৃতিক পরিবেশের আইন,বিধি ও মানদন্ড প্রতিষ্ঠা ও পূর্ণাঙ্গ করবে, প্রাকৃতিক পরিবেশ সুরক্ষার অর্থনৈতিক নীতি প্রণয়ন ও পূর্ণাঙ্গ করবে, প্রাকৃতিক পরিবেশের সুরক্ষা ও প্রতিষ্ঠায় পুঁজিবিনিয়োগ বাড়াবে এবং জনগণের পরিবেশ সুরক্ষার চেতনা উন্নত করবে। সঙ্গে সঙ্গে সক্রিয়ভাবে বিদেশী পুঁজি, উন্নততর প্রযুক্তি ও ব্যবস্থাপনা অভিজ্ঞতা আহরণ করবে এবং চীনের পরিবেশের সংরক্ষণ প্রযুক্তি ও ব্যবস্থাপনা মান উন্নত করবে।
|