চেক প্রজাতন্ত্রের জাতীয় পরিসংখ্যান ব্যুরোর ৩ জুন প্রকাশিত ফলাফল অনুসারে ২ ও ৩ জুন অনুষ্ঠিত সংসদ নির্বাচনে বৃহত্তম ডানপন্থী বিরোধী পার্টি, অর্থাত্ সিভিক ডেমোক্র্যাটিক পার্টি(ও.ডি.এস) ৩৫.৩৬ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছে।
চেক প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট ভ্যাকলাভ ক্লাউস ৩ জুন রাতে সাংবাদিক সম্মেলনে বলেছেন, তিনি ৫ জুন নতুন সরকার প্রতিষ্ঠা করার জন্যে ও.ডি.এসকে ক্ষমতা দেবেন।
প্রকাশিত ফলাফল অনুযায়ী ও.ডি.এস প্রতিনিধি পরিষদে ৮১টি আসন পাবে। খৃশ্চিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়ন ও গ্রিন পার্টির সঙ্গে মিলে মন্ত্রিসভা প্রতিষ্ঠা করলে তিন'টি পার্টি মোট একশটি আসন পাবে। তা সংসদে সংখ্যাগরিষ্ঠ হবে না। বামপন্থী সোশাল ডেমক্র্যাট পার্টি ও কে.এস.সি.এম একশটি আসন পেয়েছে। তা হচ্ছে চেক প্রজাতন্ত্রের ইতিহাসে প্রথমবারের মতো বামপন্থী ও ডানপন্থীর রাজনৈতিক শক্তির শক্ত প্রতিদ্বন্দ্বিত। জনমত এই যে, চেক প্রজাতন্ত্রের নতুন সরকারের প্রতিষ্ঠার প্রক্রিয়া খুব কঠিন হবে।
|