চীনের প্রথম কিস্তির ত্রাণসামগ্রী ইন্দোনেশিয়ায় পৌঁছেছে
cri
ইন্দোনেশিয়ার ভূমিকম্প দুর্গতদের জন্য চীন সরকারের প্রথম কিস্তির ৫০ টন ত্রানসামগ্রী ৩ জুন ইন্দোনেশিয়ার থোরিয়া বিমানবন্দরে পৌঁছেছে । চীনের ত্রাণ সামগ্রীর মোট ওজন এক শ' টন , দুই কিস্তিতে তা ইন্দোনেসিয়ায় পাঠানো হবে । ত্রাণসামগ্রী মধ্যে আছে ওষুধপত্র , চিকিত্সা সরঞ্জাম , ছোট আকারের বিদ্যুত উত্পাদন যন্ত্র , তাবু ও বেড কাভার ইত্যাদি । ২ জুন ও ৩ জুন এই দুই কিস্তির ত্রাণসামগ্রী হোপেই প্রদেশের সি চিয়া চুয়ান চেন তিন বিমানবন্দর থেকে পাঠানো হয়েছে । এই সব ত্রাণসামগ্রী ইন্দোনেসিয়ার থোরিয়া বিমানবন্দরে পৌঁছার পর ইয়োগজাকার্তার দুর্গত অঞ্চলে পাঠানো হবে।
|
|