এ বছর চীনে গুরুতর খরা দেখা দিয়েছে । একটি পরিসংখ্যাণ থেকে জানা গেছে , চীনের আবাদি জমির প্রায় দশ ভাগের এক ভাগ অর্থাত্ তিন কোটি একর জমি খরার সম্মুখীন হচ্ছে ।
চীনের জাতীয় বন্যা ও খরা প্রতিরোধ সদর দপ্তর সূত্রে প্রকাশ , এ বছর খরাকবলিত জমির পরিমান স্বাভাবিক বছরের চেয়ে বেশী , অনেক অঞ্চলেখরার দরুন মানুষ ও গবাদি পশুর পানীয় জলেরও সমস্যা হয়েছে । গত মাসের ২০ তারিখের পর দক্ষিণ চীন ও উত্তর চীনে বেশ কয়েকবার বড় ধরনের বৃষ্টি হয়েছে বলে খরা কিছু কমেছে । কিন্তু উত্তর-পূর্ব চীনের পশ্চিম অঞ্চল আর অন্তর্মঙ্গোলিয়ার মধ্য ও পূর্বাঞ্চলে বৃষ্টি হয় নি , সেই সব অঞ্চলে গুরুতর খরা দেখা দিয়েছে।
|