চীন আর কাজাখস্তানের মধ্যে আর্থ-বাণিজ্যিক সহযোগিতা জোরদার করার জন্যে ৩ জুন দু'দেশ সীমান্ত বন্দর হোরগাসে আন্তর্জাতিক সীমান্ত সহযোগিতা কেন্দ্র নির্মাণ করার সিদ্ধান্ত নিয়েছে। জানা গেছে, এই কেন্দ্র ৫ থেকে ৭ বছরের মধ্যে নির্মিত হবে বলে অনুমান করা হচ্ছে। এই সহযোগিতা কেন্দ্র প্রধান আর অতিরিক্ত অঞ্চলে বিভক্ত। প্রধান অঞ্চল চীন আর কাজাখস্তান দু'দেশের সীমান্তে অবস্থিত হবে । এই অঞ্চল প্রধানত বাণিজ্য উন্নয়ন, পণ্যদ্রবের প্রদর্শন আর বিক্রির কাজে ব্যবহার করা হয়। অতিরিক্ত অঞ্চল পুরোটা চীনের সীমান্তে অবস্থিত হবে । এ অঞ্চলে প্রধানত: আমদানি আর রফতানিকৃত প্রক্রিয়াকরণ শিল্প উন্নয়ন করা হবে।
উল্লেখ্য, হোরগাস বন্দর হচ্ছে চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের বৃহত্তম সড়ক বন্দর। গত বছর এই বন্দরের আমদানি-রফতানি বাণিজ্য মূল্য ৮০ কোটি মার্কিন ডলার ছাড়িয়ে গেছে ।
|