|
 |
(GMT+08:00)
2006-06-03 19:27:43
|
জাতি সংঘের সংস্কারে পাকিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে
cri
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী সারতাজ আজিজ ২ জুন বলেছেন, পাকিস্তান জাতি সংঘের সংস্কারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে। তিনি বলেছেন, এই সংস্কারে পাকিস্তান উন্নয়নমুখী দেশগুলোর স্বার্থ জড়িত ব্যাপারের দিকে নজর রাখে এবং সংশ্লিষ্ট উদ্যোগও নিয়েছে। জেনিভায় জাতি সংঘ মহা সচিবের উচ্চ পযার্য়ের প্যানেলেরআয়োজিত একটি ভিডিও সম্মেলনে অংশ নেওয়ার পর পররাষ্ট্র মন্ত্রী সারতাজ আজিজ সাংবাদিকদের এই কথা বলেছেন। এই ভিটিও সম্মেলন চলাকালে আজিজ বলেন, জাতি সংঘের বিভিন্ন সংস্থার মধ্যে ঐক্য আর সহযোগিতা জোরদার হওয়া উচিত। আঞ্চলিক প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রী আজিজি তাঁর বক্তব্য রেখেছেন।
|
|
|