পঞ্চম এশিয়া নিরাপত্তা সম্মেলন ২ জুন রাতে সিংগাপুরের শাংগ্রীলা হোটেলে শুরু হয়েছে।
সিংগাপুরের প্রধানমন্ত্রী লি সিন লুং উদ্বোধনী অনুষ্ঠানে বলেছেন, নিরাপত্তা সুরক্ষা করতে চাইলে শুধু প্রতিরক্ষা ও সন্ত্রাস দমন যথেষ্ট নয়, বিভিন্ন দেশের মধ্যে পারস্পরিক সমর্থন ও সহযোগিতা দরকার। তিনি বলেছেন, পূর্ব এশিয়ার অর্থনীতি উন্নয়নের পদ্ধতি পরিবর্তনের সঙ্গে সঙ্গে নতুন আঞ্চলিক সহযোগিতা কাঠামো গঠিত হচ্ছে।
লি সিন লুং আরো বলেছেন, চীনের অর্থনীতি উন্নয়নের সঙ্গে সঙ্গে চীন অনেক এশিয়ান দেশের অন্যতম বাণিজ্যিক অংশীদারে পরিণত হয়েছে।এর সঙ্গে সঙ্গে চীন সক্রিয়ভাবে দক্ষিণ ও পূর্ব এশিয়ার বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়ন করছে।
জানা গেছে, দু'দিন ব্যাপী সম্মেলনে এশিয়া ও প্রশান্ত-মহাসাগরীয় অঞ্চল এবং বিশাধিক ইউরোপীয় দেশ ও অঞ্চলের ২৫০জন প্রতিরক্ষামন্ত্রী, সরকারি কর্মকর্তা ও নিরাপত্তা বিষয়ক বিশেষজ্ঞ নিরাপত্তা সমস্যা নিয়ে মত বিনিময় করবেন।
|