জাতিসংঘের মানবতাবাদী বিষয়ক সমন্বয় অফিস ২ জুন জেনিভায় ঘোষণা করেছে যে, জাতিসংঘ ইন্দোনেশিয়ার ভূমিকম্প দুর্গত অঞ্চলকে সাহায্য করার জন্যে ১০.৩ কোটি মার্কিন ডলার মূল্যের একটি জরুরী সাহায্য পরিকল্পনা শুরু করেছে।
এই সাহায্য পরিকল্পনা অনুসারে জাতিসংঘ ছ'মাসের জন্য ইন্দোনেশিয়ার দুর্গত অঞ্চলকে খাবার, পরিষ্কার পানি, ওষুধ প্রভৃতি সামগ্রী যুগিয়ে দেবে, যাতে দুর্গত অঞ্চলের জনগণের জরুরী চাহিদা পূরণ করা যায়। তা ছাড়া, জাতিসংঘ প্রাথমিক সময়পর্ব দুর্গত অঞ্চলের পুনর্গঠন কাজ শুরু করার জন্যে ইন্দোনেশিয়া সরকারকে সাহায্য করবে।
এই অফিসের একইদিন প্রকাশিত একটি বিবৃতিতে আন্তর্জাতিক সমাজের উদ্দেশ্যে এই জরুরী সাহায্য পরিকল্পনার জন্যে চাঁদা দেয়ার আহবান জানিয়েছে। বিবৃতিতে আরো বলা হয়েছে, জাতিসংঘ ত্রাণ তত্পরতার অগ্রগতি অনুযায়ী আগামী কয়েক সপ্তাহের মধ্যে চাঁদার পরিমাণ সুবিন্যস্ত করবে।
|