পয়লা জুন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ব্রিটেন, ফ্রান্স ও জার্মানীর পররাষ্ট্রমন্ত্রীরা ইরানের পরমাণু সমস্যায় একমত হওয়ার পর, ২ জুন ইরান বলেছে তারা বিনাশর্তে ন্যায্য আলোচনা করতে ইচ্ছুক, কিন্তু আবার জোর দিয়ে বলেছে, ইরানের পরমাণু প্রযুক্তি উন্নয়ন করার অধিকার আছে। সঙ্গে সঙ্গে যুক্তরাষ্ট্র ইরানের প্রতি আবার পরমাণু পরিকল্পনা ত্যাগ করার দাবি জানিয়েছে।
২ জুন ইরানের প্রধান পরমাণু আলোচনা প্রতিনিধি আলি লারিজানি বলেছেন, ইরান বিনাশর্তে ন্যায্য আলোচনা করবে। কিন্তু তিনি বলেছেন, পাশ্চাত্যের দেশগুলোর ইরানের পরমাণু সমস্যায় কোনো অসংগত শর্ত দেয়া উচিত না, সহযোগিতা করা উচিত। ইরানের প্রেসিডেন্ট মহমুদ আহমাদিনেজাদ বলেছেন, ইরানকে পরমাণু প্রযুক্তি ত্যাগ করানোর জন্যে পাশ্চাত্যের দেশগুলোর চাপে কোনো ফল হবে না।
একই দিন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রাইস বলেছেন, যুক্তরাষ্ট্রের ইরানের সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনা করার সম্ভাবনা আছে। কিন্তু তিনি জোর দিয়ে বলেছেন, ইরানের উচিত যথাশীঘ্র ইরানের পরমাণু সমস্যা সংশ্লিষ্ট ছ'টি দেশের পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনের জন্যে প্রতিক্রিয়া ব্যক্ত করা, নাহলে জাতিসংঘের শাস্তি উন্মক্ত হবে।
|