জাতিসংঘ সাধারণ পরিষদের ৬০তম সম্মেলনের এইডস রোগ সংক্রান্ত অধিবেশন তিন দিন চলার পর ২ জুন নিউইয়র্কে জাতিসংঘের সদরদপ্তরে সমাপ্ত হয়েছে । অধিবেশনে গৃহীত রাজনৈতিক ঘোষণায় এইডস রোগ প্রতিরোধের জন্য অব্যাহতভাবে প্রচেষ্টা চালানোর আহ্বান জানানো হয়েছে ।
ঘোষণায় বলা হয়েছে , এইডস রোগ হচ্ছে মানব জাতির এক অভূতপূর্ব দুর্যোগ , এই রোগ মানব জাতির উন্নয়ন , অগ্রগতি ও সমাজের স্থিতিশীলতার প্রতি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে । ঘোষণায় এইডস রোগী ও এইডস ভাইরাসবাহীদের অবহেলা না করে তাদের বৈধ স্বার্থ ও অধিকার নিশ্চিত করা আর গোটা পৃথিবীতে সহযোগিতা জোরদার করার আহ্বান জানানো হয়েছে , যাতে ২০১০ সালের আগে প্রতি বছর এইডস রোগ প্রতিরোধ ও চিকিত্সায় ২০ থেকে ২৩ বিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ আর সব এইডস রোগী ও ভাইরাসবাহীদের সাহায্য করার লক্ষ্য অর্জন করা যায় ।
ইউ এন এইডসের কার্যনির্বাহী চেয়ারম্যান পিটার পিওট একই দিন বলেছেন , এই ঘোষণার প্রকাশ প্রমাণ করেছে যে গোটা পৃথিবীর এইডস রোগ প্রতিরোধের প্রচেষ্টা এক নতুন পর্যায়ে প্রবেশ করেছে।
|