চীনের গণ রাজনৈতিক পরামর্শ সম্মলনের জাতীয় কমিটির চেয়ারম্যান চিয়া ছিং লিন ২ জুন পেইচিংয়ে বলেছেন , চীন-পাকিস্তান সম্পর্ক উন্নয়নমুখী দেশ আর ভিন্ন সাংস্কৃতিক পটভূমিসম্পন্ন দেশের মৈত্রীপূর্ণ সহাবস্থানের দৃষ্টান্তে পরিণত হয়েছে ।
এবছর দুদেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫৫তম বার্ষিকী । একই দিন তিনি একটি উদযাপনী অনুষ্ঠানে জোর দিয়ে বলেছেন , দুপক্ষ বরাবরই শান্তিপূর্ণ সহাবস্থানের পঞ্চশীল নীতি অনুসারে দু'দেশের সম্পর্ক উন্নয়ন করে আসছে । সম্মিলিতভাবে সুপ্রতিবেশীসূলভ বন্ধুত্ব আর পারস্পরিক উপকারিতা ও সহযোগিতা সম্প্রসারিত করা বরাবরই দুদেশের প্রাণবন্তসম্পর্ক বজায় রাখার সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ । তিনি এই মত প্রকাশ করেন যে , নতুন শতাব্দিতে দুদেশের সম্পর্কের আরো ফলপ্রসূ বিকাশের জন্য চীন পাকিস্তানের সরকার ও জনগণের সংগে সম্মিলিত প্রচেষ্টা চালাতে ইচ্ছুক ।
|