স্বাধীন আন্তর্জাতিক গণবিধ্বংসী অস্ত্র কমিশনের চেয়ারম্যান হানস ব্লিক্স ১ জুন নিউইয়র্কে জাতিসংঘের মহাসচিক কফি আনানের কাছে "সন্ত্রাসী অস্ত্র--- পৃথিবীকে পারমাণবিক অস্ত্র আর জীবানুবাহী ও রাসায়নিক অস্ত্রের হুমকি থেকে রেহাই দিন" নামে একটি রিপোর্ট দাখিল করেছেন, তাতে যুক্তরাষ্ট্রকে প্রথমে গণবিধ্বংসী অস্ত্র কমানোর তাগিদ দেয়া হয়েছে।
রিপোর্টটিতে বর্তমান আন্তর্জাতিক সমাজের পারমাণবিক নিরস্ত্রীকরণ এবং গণবিধ্বংসী অস্ত্রের বিস্তার রোধ পরিস্থিতি পর্যালোচনা করা হয়েছে। রিপোর্টটি মনে করে, সার্বিকভাবে পারমাণবিক অস্ত্র এবং ফিউশন উপকরণ নিষিদ্ধ করা এই দুটি ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের যথার্থ ভূমিকা আছে, সুতরাং যুক্তরাষ্ট্রের স্বয়ং প্রথমে গণবিধ্বংসী অস্ত্র কমানো উচিত। রিপোর্টে বলা হয়েছে, যদি যুক্তরাষ্ট্র তত্পরতা চালায়, তাহলে অন্যান্য দেশ স্বাভাবিকভাবে সঙ্গে সঙ্গে তা করবে। পারমাণবিক নিরস্ত্রীকরণ এবং গণবিধ্বংসী অস্ত্র সংক্রান্ত বহু সমস্যা সমাধান হবে।
একই দিন আনান রিপোর্টটিকে স্বাগত জানিয়ে বলেছেন, বর্তমান নিরস্ত্রীকরণ এবং পারমাণবিক অস্ত্রের অবিস্তার সমস্যা সংক্রান্ত আলোচনায় এই রিপোর্টটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
|