v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2006-06-02 19:05:50    
চৌ ইউয়েন ছিয়ান

cri
  চৌ ইউয়েন ছিয়ান চীনের ৯০ কোটি কৃষকের মধ্যে একজন । ১৩ বছর আগে তিনি গ্রামবাসীদের নিয়ে বাসার ভিডিও ক্যামেরা দিয়ে নিজের রচনা , পরিচালনা ও অভিনয়ে এক কৃষকের টি ভি নাটক তৈরী করেছেন । এক পর থেকে প্রতি বছরই চৌ ইউয়েন ছিয়ান টি ভি নাটক তৈরী করেন । এখন তার নাম চীনের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে , তার কাহিনীর ভিত্তিতে একটি চলচ্চিত্র তৈরী করা হয়েছে ।

  চৌ ইউয়েন ছিয়ান মধ্য চীনের চিয়াং সি প্রদেশের চিং তে জেং শহরের চিং ছেং মহকুমার সংস্কৃতি কেন্দ্রের প্রধান , এ বছর তার বয়স ৫১ বছর । চৌ ইউয়েন ছিয়াং দেখতে রোগা , উচ্চতা মাত্র ১.৬ মিটারের কাছাকাছি । তিনি এখন একজন গ্রামীন পরিচালক , অনেক গ্রামবাসী তার টি ভি নাটকে প্রধান অভিনেতা বা অভিনেত্রী হওয়ার চেষ্টা করেন । এখন পর্যন্ত চৌ ইউয়েন ছিয়ান মোট ২৭টি ছোট-বড় টি ভি নাটক তৈরী করেছেন । গ্রামের ১ হাজার চার শ'রও বেশী অধিবাসীর মধ্যে ১ হাজার তিন শ'জন তার টি ভি নাটকে অভিনয় করেছেন । দেশের বিভিন্ন জায়গার লোক , এমন কি বিদেশের নাগরিকরা তাদের চিঠি বা টিলিফোনে তার টি ভি নাটকে অভিনয়ের অনুরোধ জানিয়েছেন। চৌ ইউয়েন চিয়াং বলেছেন , আমার দলে কোনো পেশাদার শিল্পী নেই , সম্মানী হিসেবে অভিনেতা-অভিনেত্রীদের কোনো টাকাও দেয়া হয় না । তবুও অনেকেই আমার তৈরী টি ভি নাটকে অভিনয়ের অনুরোধ জানান । তারা টাকা পয়সার জন্য অভিনয় করেন নি , আনন্দের জন্য আমার তৈরী টি ভি নাটকে অভিনয় করতে আসেন , তাই তাদের উত্সাহ বেশী।

  কিন্তু ত্রিশ বছর আগে চৌ ইউয়েন ছিয়ান যখন গ্রামে টি ভি নাটক তৈরীর প্রস্তাব তুলেন , গ্রামবাসীরা তা' সমর্থন করেন না । তারা চিন্তাও করতে পারেন না যে কৃষকরা কি ভাবে নিজের উদ্যোগে টি ভি নাটক তৈরী করতে পারেন । সাংবাদিকদের সঙ্গে এক সাক্ষাত্কালে চৌ ইউয়েন ছিয়ান তার টি ভি নাটক তৈরীর অভিজ্ঞতা বণর্না করেছেন ।

  ১৯৭১ সালে চৌ ইউয়েন ছিয়ানের বয়স তখন মাত্র ১৬ বছর । এক দিন ক্ষেতে কাজ করার সময় তিনি বাচ্চাদের ছবির বইয়ের কয়েক পৃষ্ঠা দেখেছেন । তখন চীনের অথর্নীতি পশ্চাত্পদ ছিল , গ্রামবাসীদের কোনো সাংস্কৃতিক জীবন নেই । তাই ছবির বই গ্রামে খুব বিরল , দশ-বারোজন কৃষক এই কয়েক ছেড়া ছবির বইয়ের পৃষ্ঠার প্রতি যথেষ্ঠ আগ্রহ দেখিয়েছেন । এই ঘটনা চৌ ইউয়েন ছিয়ানের মনে গভীর ছাপ ফেলেছে। তিনি বলেছেন , তখন থেকে আমি গ্রামে একটি সংস্কৃতি কেন্দ্র প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছি । গ্রামের নেতার অনুমোদন পেয়ে আমি নিজের সঞ্চিত ত্রিশাধিক ইউয়ান দিয়ে ৬৫টি বই , কয়েকটি তাস ও দাবা কিনেছি । এই ভাবে গ্রামের একটি সহজ ধরনের সংস্কৃতি কেন্দ্র প্রতিষ্ঠিত হয় ।

  চৌ ইউয়েন ছিয়ান সব সময়ই অগ্রনীর কাজ করেন । ১৯৮৪ সালে চীনের সংস্কার অভিযান মাত্র শুরু হয় । চৌ ইউয়েন ছিয়ান ব্যাংক থেকে ঋণ নিয়ে ভিডিও রেকর্ডার , ভি সি আর আর রঙীন টি ভি সেট কিনেন । তখন শহরাঞ্চলের পরিবারেও এই সব গাহর্স্থ্য বৈদ্যুতিক সামগ্রী কম । সন্ধায় বেলায় প্রতি দিন গ্রামের সংস্কৃতি কেন্দ্রের টি ভি সেটের চার পাশে সব সময়ই গ্রামবাসীর ভীড় জমে , সংস্কৃতি কেন্দ্র গ্রামবাসীদের সবচেয়ে প্রিয় জায়গায় পরিণত হয়েছে। ১৯৯১ সালে চৌ ইউয়েন চিয়ান আবার ব্যাংক থেকে ঋণ নিয়ে একটি ছোট আকারের ভিডিও ক্যামেরা কিনেছেন । তখনকার পল্লী অঞ্চলে ভিডিও ক্যামেরা খুব কম । চৌ ইউয়েন ছিয়ান এই ভিডিও ক্যামেরা দিয়ে গ্রামবাসীদের বিয়ে অনুষ্ঠান চিত্রায়ন করেন । একদিন একজন বৃদ্ধের কথা শুনে চৌ ইউয়েন ছিয়ানের মনে নিজে টি ভি নাটক তৈরীর কথা বিবেচনা করতে শুরু করেন । তিনি বলেছেন , একবার আমি একজন প্রবীন কৃষককে কিছু বই দিতে তার বাসায় গিয়েছি । তিনি আমাকে বলেছেন ,আমাদের এই এলাকা এক বিপ্লবী অঞ্চল ছিল। গত শতাব্দীর ত্রিশের দশকে অনেক বিপ্লবী এখানে নিজের জীবন বিসজর্ন করেছেন । সংস্কৃতি কেন্দ্র এই অঞ্চলের বিপ্লবী ইতিহাস প্রচার করা যুবকযুবতীদের শিক্ষা দিতে পারে । তার কথা শুনে আমি নিজে টি ভি নাটক তৈরী করার কথা বিবেচনা করতে শুরু করি । আমি মনে করি , আমরা প্রতিদিন টি ভি অনুষ্ঠান দেখি , কিন্তু আমাদের অনুষ্ঠানে অংশ নেয়ার সুযোগ নেই । তাই আমি নিজে কৃষকের জীবন সম্পর্কিত একটি টি ভি নাটক লেখার আর নিজের ভিডিও ক্যামেরা দিয়ে একটি টি ভি নাটক তৈরী করার সিদ্ধান্ত নিলাম ।

  ১৯৯২ সালে চৌ ইউয়েন ছিয়ান পরিবারের কয়েক শ' ইউয়ান অর্থ ব্যাংক থেকে বের করে কয়েকজন সাহসী কৃষক বেছে প্রথম টি ভি নাটক তৈরীর কাজ শুরু করেন । নাটকের কথাবার্তাগুলো তারা আলোচনা করে স্থির করেন । ভিডিও ক্যামেরা ছাড়া চিত্রায়নের অনেক সরঞ্জামগুলো তারা নিজের তৈরী করেন । ১৯৯৩ সালে তারের তৈরী প্রথম টি ভি নাটক সম্পন্ন করেন । ' গ্রামের স্ফুলিঙ্গ ' নামে এই নাটকে গত শতাব্দীর বিশ-ত্রিশ দশকে কৃষক আন্দোলনের কাহিনী বণর্না করা হয়েছে । এই নাটক দেখানোর সময় গ্রামের দুই শ'রও বেশী অধিবাসী সংস্কৃতি কেন্দ্রে জড়ো হয় । নাটকের অভিনেতা-অভিনেত্রী সব গ্রামের অধিবাসী , তাই উপভোগের সময় তারা সময় সময় চিত্কার করেন , দেখো ,এই তোমার বাবা ! তোমার চাচা বদমাইসের ভুমিকায় অভিনয় করছেন ! গ্রামবাসীদের সক্রিয় প্রতিক্রিয়া চৌ ইউয়েন চিয়ানকে বিপুল উত্সাহ দিয়েছে । সেই সময় থেকে তিনি টি ভি নাটক তৈরীর কাজ বন্ধ করেন নি। এখন পর্যন্ত নাটকে অংশ নেয়া গ্রামবাসীর সংখ্যা বিশ হাজার দাড়িয়েছে । তিনি যে গ্রামে টি ভি নাটক তৈরী করেন , সেই গ্রাম উত্সবের পরিবেশ বিরাজ করে । কিন্তু চৌ ইউয়েন ছিয়ানের সামনে আথির্ক সমস্যা সবচেয়ে বড় সমস্যা । পেশাদার টি ভি নাটক পরিচালকের পক্ষে একটি নাটক চিত্রায়ন করার জন্য সাধারণতঃ কয়েক লাখ ইউয়ান দরকার । কিন্তু চৌ ইউয়েন ছিয়ান একটি টি ভি নাটক তৈরী করতে মাত্র তিন থেকে চার হাজার ইউয়ান ব্যয় করেন । এই তিন-চার হাজার ইউয়ান যোগাড় করাও কঠিক ব্যাপার । সংস্কৃতি কেন্দ্রের কর্মীদের বেতন একটানা কয়েক মাস বন্ধ ছিল । টি ভি নাটক তৈরীর জন্য চৌ ইউয়েন ছিয়ান নিজের টাকা ব্যবহার করেন । তার স্ত্রী ও ছেলে শহরে কাজ করে পাওয়া বেতন তাকে পাঠান । কষ্ট হলেও গ্রামবাসীদের আগ্রহ দেখে তিনি টি ভি নাটক তৈরীর কাজ কখনও বন্ধ করেন নি।

  চৌ ইউয়েন ছিয়ানের কাহিনী প্রচার মাধ্যমগুলোতে প্রচারিত হওয়ার পর তার নাম চার দিকে ছোড়ে । বিখ্যাত বিদেশী চীনা তারকা চুনলুন ও লি উয়েন তার অভিজ্ঞতার ভিত্তিতে ' আত্মবিনোদন ' নামে একটি কাহিনী ছবি তৈরী করেছেন । তারা চৌ ইউয়েন ছিয়ানকে লোক-বীর ডাকেন । চৌ ইউয়েন ছিয়ান বলেছেন , গ্রামবাসীদের আনন্দ তার আনন্দের উত্স । আশা করি গ্রামের সাংস্কৃতিক জীবন আরো সমৃদ্ধহবে ।