দক্ষিণ আফ্রিকার কেপটাউনে ১৬তম আফ্রিকান অর্থনৈতিক সম্মেলনে অংশগ্রহণকারী প্রতিনিধিরা ১ জুন বলেছেন, আফ্রিকা মহাদেশকে তার ভাবমূর্তি পূণরুদ্ধার করতে হবে,নইলে বিকাশের পরিকল্পনা নষ্ট হবে।
অংশগ্রহণকারী প্রতিনিধিরা মনে করেন, আফ্রিকা মহাদেশ , বিশেষ করে দক্ষিণ সাহারা মরুভূমির দেশগুলো দীর্ঘকালীন খারাপ ভাবমূর্তি পশ্চিমা সংবাদ মাধ্যম খবরের শিরোনাম হয়েছে। কিন্তু আজকের আফ্রিকা একটি আশা ব্যঞ্জক স্থানে পরিণত । আফ্রিকার বিভিন্ন দেশকে ভাবমূর্তি পূণরুদ্ধার করতে হবে।
অংশগ্রহণকারী প্রতিনিধিরা মনে করেন, আফ্রিকায় বাণিজ্যিক উন্নয়ন এবং পুঁজি অব্যাহত বিনিয়োগ প্রবেশ ঘটছে। তাই আফ্রিকা মহাদেশের গুরুত্ব আন্তর্জাতিক গণ-মাধ্যমে উত্তরোত্তর বাড়ছে। আফ্রিকার ভাবমূর্তিও পরিবর্তিত হচ্ছে।
|