জর্দান , ইয়েমেন , সিরিয়া , মিসর প্রভৃতি ১০টি দেশের ১৫জন পরিবেশ সুরক্ষা বিষয়ক উচ্চপদস্থ কর্মকর্তা ২ জুন থেকে চীনে ১৫দিনব্যাপী পরিবেশ সুরক্ষার প্রশিক্ষণ গ্রহণ করছেন । তারা পানির দূষণ আর জল সম্পদের ব্যবস্থাপনার জ্ঞান আহরণ করবেন ।
খবরে প্রকাশ , চীনের রাষ্ট্রীয় পরিবেশ সুরক্ষা ব্যুরোর উদ্যোগে এই প্রথম বারের মতো আরব দেশগুলোর পরিবেশ সুরক্ষা কর্মকর্তাদের জন্য প্রশিক্ষণ কোর্স চালু হবে ।
প্রশিক্ষণ কোর্স চলাকালে চীনের পরিবেশ সুরক্ষা বিশেষজ্ঞরা আরব দেশগুলোর পরিবেশ সুরক্ষা কর্মকর্তাদের কাছে চীনে পানির দূষণ ও জল সম্পদের ব্যবস্থাপনা , পানির দূষণমুক্ত প্রকৌশল এবং চীনের জলাশয়ের তত্ত্বাবধান ও জরীপ আর ব্যবস্থাপনা প্রভৃতি ক্ষেত্রে বর্ণনা করবেন । আরব কর্মকর্তারা চীনের কতকগুলো অঞ্চলে গিয়ে পানির দূষণ আর জল সম্পদের ব্যবস্থাপনা নিয়ে তদন্ত চালাবেন ।
|