১ জুন ওপেক ঘোষণা করেছে যে , এই সংস্থা আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত , এই সংস্থার ২.৮ কোটি ব্যারেল অশোধিত তেলের দৈনিক উত্পাদন পরিমাণ অব্যাহতভাবে বজায় রাখবে।
ওপেকের ১৪১তম মন্ত্রী পর্যায়ের বিশেষ সম্মেলন ১ জুন ভেনিজুয়েলার রাজধানি কারাকাসে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে অংশগ্রহণকারী প্রতিনিধিরা বর্তমানের অশোধিত তেলের দৈনিক উত্পাদন পরিমাণ অব্যাহতভাবে বজায় রাখতে রাজি হয়েছেন। সম্মেলনের আগে , ভেনিজুয়েলা আন্তর্জাতিক বাজারের অশোধিত তেলের সরবরাহ বাড়ার কারণে ওপেকের কাছে অশোধিত তেলের পরিমাণ কমানোর প্রস্তাব দিয়েছে , কিন্তু অন্যান্য সদস্যদেশ তা সমর্থন করেনি।
২০০৫ সালের জুলাই থেকে ওপেক যে দৈনিক ২.৮ কোটি ব্যারেল অশোধিত তেলের উত্পাদন পরিমাণ অব্যাহতভাবে বজায় রাখছে, তা ২৫ বছরে সর্বোচ্চ দৈনিক উত্পাদন।
|