চীনের যোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তা চাই চিউকাং ২ জুন পেইচিংয়ে ঘোষণা করেছেন যে , আন্তর্জাতিক চুক্তির সংশ্লিষ্ট নিয়ম অনুযায়ী চীন ও ভিয়েতনাম ২ জুন একই সময়ে ভিয়েতনামী মত্স্যশিকারী জাহাজ ও জেলেদের বিরাটাকারের ও সাংগঠনিক উদ্ধারতত্পরতা বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে ।
চাই চিউকাং উল্লেখ করেছেন যে , চীনের সামুদ্রিক বিষয়াদি বিভাগ অব্যাহতভাবে নৌচলাচলের হুঁশিয়ারী জানাতে থাকবে । সংশ্লিষ্ট সংবাদ পেলে চীন পক্ষ আবার উদ্ধার করতে লোক পাঠাবে ।
মে মাসের মাঝামাঝি ও শেষ সময়ে " চানচু" নামক তাইফোনের প্রভাবে ৩২টি ভিয়েতনামী মত্স্যশিকারী জাহাজ ও কয়েকশ' জেলেকে তুংসা দ্বীপের নিকটবর্তী জলসীমায় তাড়িয়ে নিয়েছে । এ পর্যন্ত চীন মোট ২২টি ভিয়েতনামী মত্স্যশিকারী জাহাজ ও তিনশ'রও বেশিজন জেলেকে আন্তর্জাতিক মানতাবাদী সাহায্য করেছে । এটা এ পর্যন্ত চীনের চালানো বৃহত্তম আন্তর্জাতিক সামুদ্রিক উদ্ধার তত্পরতা ।
|